গয়েশপুর: বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট পর্বের সকাল থেকেই রাজ্যের বিক্ষিপ্ত জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছে। বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী এবং সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি গুলি চালানো এবং বোমাবাজির মত ঘটনাও খবরের শিরোনামে উঠে এসেছে।
এদিন বোমাবাজির ঘটনা ঘটলো গয়েশপুরের যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টির শিবির। অভিযোগ জানানো হয়েছে যে তৃণমূলের বোমাবাজিতে আহত হয়েছেন বিজেপি কর্মী। এই ঘটনায় ইতিমধ্যেই প্রতিবাদে অবরোধ করেছে বিজেপির বাকি কর্মী এবং সমর্থকরা। অন্যদিকে নদীয়ার শান্তিপুরের তৃণমূল কংগ্রেস কর্মীরা অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। তাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলা হয়েছে। সেই গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে জখম হয়েছেন এক তৃণমূল কংগ্রেস সমর্থক, যিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।