গলসি: যত সময় এগোচ্ছে ষষ্ঠ দফার নির্বাচনে উত্তেজনা আরও বাড়ছে। সকাল থেকেই একাধিক জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের চিত্র ধরা পড়েছে। কোথাও আবার গুলি চালানোর ঘটনা ঘটেছে, কোথাও আবার এজেন্টকে বসতে বাধা দেবার মতো ঘটনা ঘটেছে। এবার গলসিতে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেখানে বিজেপি কর্মীকে মারধর পর্যন্ত করা হয়েছে বলে খবর। এই ঘটনার প্রতিবাদে এলাকায় প্রতিবাদে সরব হন বিজেপির মহিলা কর্মী এবং সমর্থকরা।
জানা গিয়েছে এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ থাকলেও স্থানীয় বাসিন্দারা ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন কারণ তাদের মতে এত কম সংখ্যক বানিয়ে দিয়ে এখানে কিছু হবে না। যদিও তাকে মারধর করা হয়েছে সে কোন রাজনৈতিক দলের সমর্থক নয় বলে দাবি করা হচ্ছে। একইসঙ্গে বিজেপি সমর্থকদের দাবি, তৃণমূল কংগ্রেস এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করেছে। তাই ভোট দিতে যাওয়াতে ভয় লাগছে তাদের। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোন প্রতিক্রিয়া মেলেনি এখনো পর্যন্ত।