Aajbikel

বেছে বেছে বদলি! ডিএ আন্দোলনকারীদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি

 | 
ডিএ আন্দোলনকারীদের গ্রেফতার করে ফের কি মুখ পুড়ল পুলিশের? কেসে কী তবে তেমন মেরিট নেই?

কলকাতা: বুধবার ডিএ ইস্যুতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু সেই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হল ওই এলাকা। বিক্ষোভকারীদের সঙ্গে জোর সংঘাত লাগল পুলিশের। দুই পক্ষের ধস্তাধস্তিতে বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বহু বিক্ষোভকারীকে পুলিশ এই ঘটনায় আটক করেছে বলে জানা গিয়েছে। 

ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে বিক্ষোভকারীরা। আজকের এই বিকাশ ভবনের মূল কারণ হিসেবে উঠে আসছে এক নতুন অভিযোগ। আন্দোলনকারী সরকারি কর্মচারীদের বক্তব্য, যারা এই আন্দোলনে সামিল তাদের বেছে বেছে বাসস্থান থেকে অনেক দূর বদলি করে দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃত ভাবে এই বদলি করা হচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদেই বুধবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন হয়েছিল। তাদের স্পষ্ট কথা, ডিএ-র দাবিতে প্রতিবাদে শামিল হওয়ার কারণেই সরকার ইচ্ছে করে এইসব পন্থা নিচ্ছে। 

তবে আজকের ঘটনার জন্য পুলিশের বিরুদ্ধেই অভিযোগ তোলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। কিন্তু বিকাশ ভবনের কাছাকাছি পৌঁছতেই বিনা প্ররোচনায় মিছিলে পুলিশ হস্তক্ষেপ করে। বাধা দেওয়া হলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। কেউ কেউ রাস্তায় বসে পড়েন, আবার কেউ স্লোগান দিতে শুরু করেন। গোলমালের ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়, সাধারণ মানুষ সমস্যাতেও পড়েন।  

Around The Web

Trending News

You May like