ভাটপাড়া: চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকালে তীব্র উত্তেজনা ছড়াল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।
স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল ৭-৩০ নাগাদ বুকে ব্যথা নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন জগদ্দল কলাবাগান ২৩ নম্বর গলির বাসিন্দা ঝুনঝুন সাউ। তাঁর বয়স ৩২ বছর। জগদ্দল জে জে আই জুটমিলের শ্রমিক ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ায় ঝুনঝুনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখনই হাসপাতালের কয়েকজনের সঙ্গে বচসা শুরু হয়৷ তা থেকেই হাতাহাতি৷ এরপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করার অভিযোগ উঠেছে মৃতের পরিবার-পরিজনদের বিরুদ্ধে। উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে আসেন ভাটপাড়ার পুর প্রশাসক গোপাল রাউত। তিনি ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। উতপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন পুলিশ কর্তারা৷ যদিও স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ এই প্রথম নয়৷ এর আগেও একাধিকবার ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে৷ অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তাঁরা৷ পুলিশ দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে৷ যদিও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে ভাটপাড়ার পুর প্রশাসক গোপাল রাউত বলেন, ‘‘যেকোনও মৃত্যুই দুঃখজনক৷ চিকিৎসা গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হবে৷ কিন্তু ভাঙচুর বা মারধর কোনও সমস্যার সমাধান হতে পারে না৷’’