কলকাতা: আজ ভোট নেই তবুও গুলি চালাতে হলো কেন্দ্রীয় বাহিনীকে! তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বেলগাছিয়ায় চলল গুলি। শূন্যে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী এবং লাঠিচার্জ করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, প্রচার চলাকালীন তৃণমূল কংগ্রেসের সর্মথকরা এসে তাদের ওপর হামলা চালায়! সেখানকার বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
২৯ এপ্রিল অর্থাৎ অষ্টম দফায় উত্তর কলকাতায় ভোট রয়েছে। তার আগে আজ সেখানে বিজেপি প্রার্থীর শিবাজী সিংহ রায়ের প্রচারে এসেছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপি অভিযোগ করছে, হঠাৎ করেই তাদের ওপর হামলা চালায় তৃণমূল কংগ্রেসের সমর্থক রা এবং আক্রমণ করা হয় বিজেপি প্রার্থী শিবাজী সিংহ রায়কে। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এই সংঘাতের ব্যাপক উত্তাপ ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পুলিশকে করতে হয়েছে লাঠিচার্জ এবং কেন্দ্রীয় বাহিনীকে শূন্যে গুলি চালাতে হয়েছে বলে সূত্রের খবর।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বেলগাছিয়া ট্রাম ডিপো চত্বরে বিজেপি আজ যে মিটিং করছিল সেই তার অনুমতি ছিল না। সেই প্রেক্ষিতে বিজেপির মিটিংয়ের বিরোধিতা করা হয়। এর পরেই রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। আরও অভিযোগ উঠেছে যে, বিজেপির সাংসদ অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে যে সিআরপিএফ জওয়ানরা ছিলেন তারাই গুলি চালান! চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালান হয়েছে বলে সূত্রের খবর।