কলকাতা: বিশ্ববঙ্গ শিল্প বাণিজ্য সম্মেলনের ঠিক আগে শিল্প সচিব ফের বদল করা হল। কিছুদিন আগেই ওই পদে আনা হয়েছিল প্রাক্তন কৃষি সচিব সঞ্জীব চোপড়াকে। সোমবার তাঁর জায়গায় রাজ্যের নয়া শিল্প সচিব হিসেবে নিযুক্ত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সঞ্জীব চোপড়াকে মুসৌরির আইএএস প্রশিক্ষণ কেন্দ্রের (লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশন) অধিকর্তা পদে নিয়োগ করেছিল কেন্দ্রীয় সরকার। গত ২১ ডিসেম্বর দিল্লির তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। স্বভাবতই লগ্নি আনার জন্য আয়োজিত বাণিজ্য সম্মেলনের আগে শিল্প সচিব পদটি ফাঁকা হয়ে যায়। এদিন ক্ষুদ্র-কুটির শিল্প দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই পদে আনা হল।
সচিব পদে রদবদল রাজ্যের
কলকাতা: বিশ্ববঙ্গ শিল্প বাণিজ্য সম্মেলনের ঠিক আগে শিল্প সচিব ফের বদল করা হল। কিছুদিন আগেই ওই পদে আনা হয়েছিল প্রাক্তন কৃষি সচিব সঞ্জীব চোপড়াকে। সোমবার তাঁর জায়গায় রাজ্যের নয়া শিল্প সচিব হিসেবে নিযুক্ত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সঞ্জীব চোপড়াকে মুসৌরির আইএএস প্রশিক্ষণ কেন্দ্রের (লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশন) অধিকর্তা পদে নিয়োগ করেছিল কেন্দ্রীয় সরকার।