ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল

কলকাতা: চন্দননগরের পুলিশ কমিশনার অজয় কুমারকে বদলি করা হল সিআইডি-র আইজি (১) পদে। চন্দননগরের পুলিশ কমিশনার পদে আসছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ কুমার চতুর্বেদী। কলকাতা পুলিশের ডিসি (সাইবার ক্রাইম) সন্তোষ পান্ডে হচ্ছেন কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক)। দার্জিলিংয়ের পুলিশ সুপার পদে যাচ্ছেন ওই জেলার পুলিশ সুপার (অপারেশন) কে অমরনাথ। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার (কালিম্পং) হরিকৃষ্ণ পাই

ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল

কলকাতা: চন্দননগরের পুলিশ কমিশনার অজয় কুমারকে বদলি করা হল সিআইডি-র আইজি (১) পদে। চন্দননগরের পুলিশ কমিশনার পদে আসছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ কুমার চতুর্বেদী। কলকাতা পুলিশের ডিসি (সাইবার ক্রাইম) সন্তোষ পান্ডে হচ্ছেন কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক)।

দার্জিলিংয়ের পুলিশ সুপার পদে যাচ্ছেন ওই জেলার পুলিশ সুপার (অপারেশন) কে অমরনাথ। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার (কালিম্পং) হরিকৃষ্ণ পাই হচ্ছেন দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর)। কোচবিহার জেলার দিনহাটার সাব ডিভিশনাল পুলিশ অফিসার উমেশ গণপত খন্দবহালে হচ্ছেন বারাকপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =