বাংলায় ‘ফনি’র তাণ্ডবের সময় পরিবর্তন, দ্রুত এগিয়ে আসছে ঝড়

কলকাতা: নির্দিষ্ট সময়ের অনেকটাই আগে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ফনি আছড়ে পড়েছে ওডিশায়। সকাল আটটা থেকে দশটার মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি পুরীর কাছে উপকূল অতিক্রম করেছে৷ এবার ফনির লক্ষ্য বাংলা৷ দীঘার উপকূলে আঘাত হানতে চলছে ফনি৷ হাওড়া অফিসের তরফে বৃহস্পতিবার জানানো হয়, আজ মধ্যরাত থেকে শনিবার বাংলায় ঢুকতে পারে ফনি৷ কিন্তু, পরিস্থিতি যা, তাতে আজ

বাংলায় ‘ফনি’র তাণ্ডবের সময় পরিবর্তন, দ্রুত এগিয়ে আসছে ঝড়

কলকাতা: নির্দিষ্ট সময়ের অনেকটাই আগে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ফনি আছড়ে পড়েছে ওডিশায়। সকাল আটটা থেকে দশটার মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি পুরীর কাছে উপকূল অতিক্রম করেছে৷ এবার ফনির লক্ষ্য বাংলা৷ দীঘার উপকূলে আঘাত হানতে চলছে ফনি৷ হাওড়া অফিসের তরফে বৃহস্পতিবার জানানো হয়, আজ মধ্যরাত থেকে শনিবার বাংলায় ঢুকতে পারে ফনি৷ কিন্তু, পরিস্থিতি যা, তাতে আজ বিকালের মধ্যেই বাংলায় ঢুকে যাবে বিধ্বসী ঘূর্ণিঝড়৷ জানা গিয়েছে, দীঘা থেকে ফনির দূরত্ব ৩০০ কিলোমিটারের কাছাকাছি৷ ফোনির প্রভাবে ইতিমধ্যেই বাংলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ কলকাতা বিমানবন্দর আজ বিকেল তিনটে থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে৷ আজ রাত থেকে বিমানবন্দর বন্ধ হওয়ার কথা ছিল৷

বাংলায় ‘ফনি’র তাণ্ডবের সময় পরিবর্তন, দ্রুত এগিয়ে আসছে ঝড়ঝড়ের কেন্দ্রটি ২৫ কিলোমিটার চওড়া। এখনও পর্যন্ত একজনের মৃত্যর খবর পাওয়া গিয়েছে। পুরীর সাক্ষীগোপালে গাছ পড়ে মৃত্যু হয়েছে তাঁর। এরই পাশাপাশি কর্তব্যে অবহেলার জন্য রায়গড়ার মুখ্য জেলা মেডিকেল অফিসার শিবপ্রসাদ পাধিকে সাসপেন্ড করা হয়েছে। তিনি কাজে আসেননি। প্রবল বৃষ্টিপাত হচ্ছে সর্বত্র। ফনির দাপটে ইতিমধ্যেই লন্ডভন্ড ওডিশার উপকূলের এলাকাগুলি। উত্তাল সমুদ্রে বিরাট উঁচু ঢেউ।

বাংলায় ‘ফনি’র তাণ্ডবের সময় পরিবর্তন, দ্রুত এগিয়ে আসছে ঝড়সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত গোপালপুরে ১৫০ মিলিমিটার, পুরীতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্ধ্রের শ্রীকাকুলাম ও বিশাখাপত্তনমেও সারারাত প্রবল বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যেই ১০ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ওডিশা উপকূলে সাইক্লোনের প্রবল প্রভাব থাকবে এদিন বিকেল পর্যন্ত। তারপর তা সরে যাবে উত্তর-পশ্চিম দিকে। শনিবার ভোরে তা পৌঁছবে পশ্চিমবঙ্গে। তবে ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ কমতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 7 =