কলকাতা: পুলিশ সুপার পদে বেশ কিছু রদবদল করল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য স্বরাষ্ট্র দফতর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। আলিপুরদুয়ারের নতুন পুলিস সুপার হলেন ওয়াই রঘুবংশী। তিনি এখন জলপাইগুড়ি পুলিস জেলার পুলিস সুপার পদে রয়েছেন। তাঁর জায়গায় এলেন ভোলানাথ পাণ্ডে। তিনি এখন আলিপুরদুয়ার জেলার পুলিস সুপার পদে রয়েছেন। এদিকে, ডিসিএসটিএফ কলকাতা অপরাজিতা রাই কালিম্পংয়ের নতুন পুলিস সুপার হলেন। অপরাজিতার জায়গায় এলেন হরিকৃষ্ণ পাই। তিনি এখন কালিম্পংয়ের পুলিস সুপারের দায়িত্ব সামলাচ্ছেন। মালদার পুলিস সুপার অলোক রাজোরিয়াকে ডিআইজি মালদা রেঞ্জ করা হল। এই পদে এখন রয়েছেন প্রবীণকুমার ত্রিপাঠী। তাঁকে কলকাতা পুলিসের অতিরিক্ত পদে আনা হচ্ছে। মালদায় নতুন পুলিশ সুপার হলেন অমিতাভ মাইতি। তিনি শিলিগুড়ি কমিশনারেটে ডি সি সদর ছিলেন।
প্রসঙ্গত, গতকাল জানা গিয়েছিল যে, কলকাতার নতুন পুলিশ কমিশনার হতে চলেছেন বিনীত গোয়েল। সৌমেন মিত্রের জায়গায় নতুন পুলিশ কমিশনার হচ্ছেন তিনি। শুক্রবার অবসর নেওয়ার কথা সৌমেন মিত্রের। তাঁর জায়গায় আসছেন বিনীত গোয়েল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতার নতুন পুলিশ কমিশনার হয়েছিল সৌমেন মিত্র। তবে তাঁর মেয়াদকাল শেষ হল। তাঁর জায়গায় এবার বিনীত গোয়েল। চলতি বছরে পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারকে যখন ধরেছিলেন বিনীত গোয়েল তখন তিনি ছিলেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান। এবার তাঁর পদোন্নতি হল।
আজ, ৩১ ডিসেম্বর বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র অবসর নেবেন। তারপরেই এই দায়িত্ব সামলাবেন বিনীত গোয়েল। বিধানসভা ভোটের আগে দায়িত্ব নিয়ে রাজ্য পুলিশের কাজ ভালভাবেই সামলেছিলেন সৌমেন মিত্র। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রশংসাও পেয়েছেন কাজের জন্য। একুশের নির্বাচনের আগে অনুজ শর্মার জায়গায় কলকাতা পুলিশ কমিশনার করা হয়েছিল সৌমেন মিত্রকে। এবার তিনি অবসর নেওয়ায় পরবর্তী দায়িত্ব সামলাতে প্রস্তুত দুঁদে পুলিশ অফিসার বিনীত গোয়েল।