সোনার দিন ফিরিয়ে আনুন, বাংলার ‘মুখ’ পরিবর্তনের দরকার: রাজ্যপাল

পুনরায় বাংলায় সোনার দিন ফিরিয়ে আনার জন্য রাজ্যবাসীকে বার্তা দিলেন তিনি। রাজ্যপালের এই মন্তব্যের পাল্টে দিয়েছে তৃণমূল কংগ্রেসও।

কলকাতা: রাজ্য এবং রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয় পশ্চিম বাংলায়। কিছুদিন আগে পর্যন্ত রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পরমুহূর্তে হঠাৎ মুখ্যমন্ত্রীকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে। কিন্তু তাতেও যে বরফ কিছুই গলেনি তা আরো একবার প্রমাণিত। এবার সরাসরি বাংলার ‘মুখ’ পরিবর্তনের কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পুনরায় বাংলায় সোনার দিন ফিরিয়ে আনার জন্য রাজ্যবাসীকে বার্তা দিলেন তিনি। রাজ্যপালের এই মন্তব্যের পাল্টে দিয়েছে তৃণমূল কংগ্রেসও।

রাজ্যপালের কথায়, বাংলার মুখ পরিবর্তনের এটাই সেরা সময়, এটাই সেরা সুযোগ। সেটা পরিবর্তন করে পশ্চিমবঙ্গের সোনার দিন পুনরায় ফিরিয়ে আনতে রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে রাজ্যপালের এই মন্তব্যের পাল্টে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল সংসদ সৌগত রায় মন্তব্য করেছেন, তাঁর হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে রাজ্যপালকে তিনি ধাক্কা মেরে সরিয়ে দিতেই! একই সঙ্গে সৌগত বলেন, রাজনীতি করে এত সহজে তিনি পার পাবেন না। ফের একবার যে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বাংলার রাজনৈতিক পরিস্থিতি আরো সরগরম করে তুললেন রাজ্যপাল তাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে জানা গিয়েছে, গতকাল রাতের বিমান দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি। দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার কথা।জানা গিয়েছে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। ইতিমধ্যেই একাধিকবার রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। তাঁদের দুজনের বৈঠক হতে পারে এই খবর সামনে আসতেই ফের নতুন জল্পনা সৃষ্টি হয়েছে।

এর আগে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশকে আক্রমণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মন্তব্য করেছেন, রাজ্যের পুলিশের উচিত দায়িত্ব নিয়ে কাজ করা। কিন্তু এই রাজ্যে পুলিশ রাজনৈতিক দল দাসে পরিণত হয়েছে। নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে সামনের সারি থেকে কাজ করছেন তারা। এছাড়াও, প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিত কর পুরকায়েস্তের নাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *