মুখ্যমন্ত্রীকে কটাক্ষ: দিলীপের জিভে লাগাম দেওয়ার পরামর্শ চন্দ্রিমার

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ: দিলীপের জিভে লাগাম দেওয়ার পরামর্শ চন্দ্রিমার

কলকাতা: কলকাতার বুকে এবারে তৈরি হচ্ছে মমতারূপী দুর্গা৷ তারই জেরে সাত সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ যার পাল্টা জবাব দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ সল্টলেকের ৯ নম্বর ট্যাঙ্কের কাছে আম্বেদকর উদ্যানে শিক্ষক দিবসের প্রাক্কালে মাতৃ সম্মাননা উৎসবের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে এসে শনিবার মন্ত্রী বলেন, ‘‘অনেক ক্ষেত্রে কে কি বলবে তার সীমাটা কতটা, সেটা অনেকে মনে রাখেন না৷’’

এরপরই দিলীপ ঘোষের উদ্দেশ্যে চন্দ্রিমাদেবী শ্লেষের সুরে বলেছেন, ‘‘যেভাবে দিলীপবাবু বলেছেন আমার মনে হয় এই ধরনের কথা তাঁরাই বলে, যাঁরা নিজের মাকেও অসম্মান করে৷ উনি কি না ভারতবর্ষের সাংসদ৷ আমার মনে হয় তাঁর জিভের উপর লাগাম দেওয়া উচিত।’’ একই সঙ্গে মমতাকে দুর্গারূপে পুজো করার স্বপক্ষে দিয়েছেন ব্যাখ্যা৷

বলেছেন, ‘‘মাতৃস্নেহে তিনি সারা বাংলাকে তার আঁচলের মধ্যে আগলে রেখেছেন৷ বাংলার মানুষ তৃতীয়বারের জন্য তার উপর আস্থা রেখে বুঝিয়ে দিয়েছে আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু তিনি৷ সঠিক রাস্তা দিয়ে তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ তাই হতাশা থেকে ওরা এসব কথা বলছে৷’’ দাবি করেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিত ভাবে প্রধানমন্ত্রী দেখতে চাই। তিনি যদি প্রধানমন্ত্রী হন তার থেকে আনন্দের বাংলার মায়েদের কাছে বেশিকিছু হবে না৷ কারণ, আমরা মায়েরা দেখতে চাই, আমাদের সন্তানরা দেখতে চায়, সারা ভারতবর্ষ দেখতে চায়, মাতৃত্বের স্নেহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়েছেন।’’

প্রসঙ্গত, এবারে কলকাতার একটি মণ্ডপে মমতারূপী দুর্গা তৈরি করা হচ্ছে৷ এবিষয়ে তীব্র কটাক্ষ করে দিলীপ ঘোষ দাবি করেন, ‘‘মানুষ যখন ধীরে ধীরে ভগবানের পর্যায়ে চলে যায়, তখন আমাদের ছেড়ে চলে যায়। আমার মনে হয়, লুপ্ত হওয়ার সময় এসেছে৷ তাই তিনি কর্মীদের জানিয়ে দিচ্ছেন৷ তা না হলে তাঁরা দেবতার পর্যায়ে কেন বসাবে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =