শিলিগুড়ি: চলন্ত এক্সপ্রেসে আগুন৷ ইঞ্জিন-সহ একটি কামরা ক্ষতিগ্রস্ত৷ আগুন আতঙ্কে হুরোহুরি জেরে জখম বেশ কয়েকজন যাত্রী৷আগুন আতঙ্ক ছড়িয়ে পড়তেই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু হয়েছে দুই যাত্রীর৷ আহতদের উদ্ধার করে বেশ কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের চারটি ইঞ্জিন৷
জানা গিয়েছে, এদিন দুপুরে হঠাৎ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে যায়৷ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে৷ কোনওক্রমে ট্রেন থামিয়ে দেন চালক৷ এক্সেপ্রেস থামার আগে আগুন থেকে বাঁচতে ঝাঁপ দেন বেশ কয়েকজন যাত্রী৷ সূত্রের খবর, আতঙ্কের জেরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু হয় দু’জনের৷ জখম হন সাত যাত্রী৷ তবে, তাঁদের আঘাত গুরুতর নয়৷ স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়৷ পরে দমকল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে৷ আগুনের জেরে শিলিগুড়ির করণগছে চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে, কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা সম্ভব হয়নি৷ দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে বলে খবর৷
West Bengal: Smoke detected from engine of Chandigarh-Dibrugarh Express train near Phansidewa in Darjeeling district, 4 fire tenders rushed to the spot, no casualties reported. pic.twitter.com/UICw8loweF
— ANI (@ANI) March 22, 2019