Aajbikel

ফের নিম্নচাপের ভ্রুকুটি! আগামী সপ্তাহে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ?

 | 
বৃষ্টি নিম্নচাপ

 কলকাতা: বঙ্গজুড়ে শীতের আমেজ৷ হালকা শীতের চাদর গায়ে জড়িয়ে উৎসবের মরশুমে বেশ খোশ মেজাজে রয়েছে বাঙালি৷ এরই মধ্যে দেখা দিল নিম্নচাপের ভ্রূকুটি৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে৷ ১৫ নভেম্বর, বুধবার দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপটি তৈরি হবে। যদিও এটি কতটা শক্তিশালী হবে বা এর অভিমুখ কোন দিকে থাকবে, সে বিষয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা৷ 

তবে নিম্নচাপের কিছুটা প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, ১৫-১৭ নভেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারেন৷ ১৪ তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কারই থাকবে। নিম্নচাপের পাশাপাশি সক্রিয় থাকবে পুবালি বাতাস৷ ফলে বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত মাত্রায় জলীয় বাষ্প ঢুকে পড়বে। 

আবহাওয়াবিদরা এও জানিয়েছেন যে, সাধারণত নভেম্বর মাসে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি হলে সেটি অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যায়। তবে এই নিম্নচাপ যে কোনও ভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ কিংবা মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে না, তা জোড় দিয়ে বলা যায় না। 

Around The Web

Trending News

You May like