কলকাতা: চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের পর আজ, সোমবার বর্ষশেষ এবং আগামীকাল, মঙ্গলবার নতুন বছরের প্রথম দিনের ভিড় সুষ্ঠুভাবে সামাল দেওয়াই চ্যালেঞ্জ মেট্রোর। এই দু’দিনই বিশেষ পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। মেট্রো সূত্রের খবর, ভিড় সামাল দিতে বাছাই স্টেশনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। স্মার্ট গেটে যাতে যাত্রীদের সমস্যা না হয়, তা বিশেষ গুরুত্ব সহকারে লক্ষ রাখা হবে। এদিকে, রবিবার অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনে থাকা কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস)। কেন ট্রেনটিকে প্ল্যাটফর্মে আনা হল না, কেন থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ১৭ মিনিট সময় লাগল, কীভাবে উদ্ধারকাজ হয়েছে সহ যাবতীয় বিষয় তদন্ত করে দেখা হবে বলে খবর। এদিন ঘটনার পুনর্নির্মাণ করা হয়। তদন্তকারীদের সঙ্গে ছিলেন মেট্রোর অফিসাররাও। মেট্রো রেল সূত্রের খবর, আজ আপ ও ডাউন মিলিয়ে কাজের দিনের মতোই মোট ৩০০টি ট্রেন চালানো হবে। দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। শেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। পয়লা জানুয়ারি আপ-ডাউন মিলিয়ে ২৫০টি ট্রেন চালাবে মেট্রো রেল। তার মধ্যে ৪১টি আপ এবং ৪২টি ডাউন লাইনের ট্রেন চলবে কবি সুভাষ ও নোয়াপাড়া স্টেশনের মধ্যে। অন্যান্য দিনের মতোই কবি সুভাষ এবং দমদম স্টেশনের মধ্যে প্রথম ও শেষ ট্রেন চলবে যথাক্রমে সকাল পৌনে সাতটা এবং রাত ৯টা ৫৫ মিনিটে। কবি সুভাষ স্টেশন থেকে নোয়াপাড়ার জন্য প্রথম ও শেষ ট্রেন ছাড়বে যথাক্রমে সকাল পৌনে সাতটা এবং রাত ৮টা ৫০ মিনিটে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ স্টেশনের জন্য প্রথম ও শেষ ট্রেন ছাড়বে যথাক্রমে সকাল ৭টা ২ মিনিট এবং রাত ৯টা ৪৯ মিনিটে।
বর্ষবরণে ভিড় সামাল দেওয়াই চ্যালেঞ্জ মেট্রোর
কলকাতা: চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের পর আজ, সোমবার বর্ষশেষ এবং আগামীকাল, মঙ্গলবার নতুন বছরের প্রথম দিনের ভিড় সুষ্ঠুভাবে সামাল দেওয়াই চ্যালেঞ্জ মেট্রোর। এই দু’দিনই বিশেষ পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। মেট্রো সূত্রের খবর, ভিড় সামাল দিতে বাছাই স্টেশনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। স্মার্ট গেটে যাতে যাত্রীদের সমস্যা না হয়, তা বিশেষ গুরুত্ব সহকারে লক্ষ রাখা