তদন্তের নামে হেনস্থা হতে পারে! কম্বলকাণ্ডে ‘রক্ষাকবচ’ চাইতে হাইকোর্টে জিতেন্দ্র-জায়া

তদন্তের নামে হেনস্থা হতে পারে! কম্বলকাণ্ডে ‘রক্ষাকবচ’ চাইতে হাইকোর্টে জিতেন্দ্র-জায়া

34d9ed1becb547e281a2987fab84196c

আসানসোল: বিজেপির অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় এখন যথেষ্ট চাপে আছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালী তিওয়ারি। ইতিমধ্যেই চৈতালিকে জেরা করতে বাড়িতে হাজির হয় পুলিশ। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানালেন তিনি। মামলার দ্রুত শুনানির আর্জি জানান হয়েছে। বুধবার এই মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।

আরও পড়ুন- কাজের প্রাপ্য টাকা মেলেনি! তথ্যমিত্র কেন্দ্রের সামনে বিক্ষোভ, জমা পড়ল ডেপুটেশন

আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানকাণ্ডে আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁরা চৈতালিকেই অভিযুক্ত করেছে। তাই গ্রেফতার হওয়ার একটা ভয় থেকেই যায়। সেই কারণেই আগেভাগে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। অন্যদিকে জানা গিয়েছে, চৈতালি মনে করছেন তাঁকে তদন্তের নামে হেনস্থা করা হতে পারে। তাই তাঁর বিরুদ্ধে যাতে পুলিশ ‘রাজনৈতিক প্রতিহিংসা’ না করতে পারে, সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অল্প সময়ের জন্য হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি মঞ্চ ছাড়তেই কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১ নাবালিকাসহ ৩ জনের। সেই ঘটনায় এখনও রাজ্য তোলপাড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *