লকডাউনের ভয়াবহ বিল নিচ্ছে না সিইএসসি, কৃতিত্ব দাবি বিজেপির

লকডাউনের ভয়াবহ বিল নিচ্ছে না সিইএসসি, কৃতিত্ব দাবি বিজেপির

fd91d6af7f0999c74983e6197801844a

কলকাতা: ক্যালকাটা ইলেক্ট্রিক সাপ্লাই করপোরেশন বা সিইএসসি লকডাউনের মধ্যে যে ভয়াবহ বিদ্যুৎ বিল পাঠিয়েছিল, তা আপাতত তারা দাবি করছে না। বিষয়টি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল বিরোধিতায় নেমেছিল। আপাতত, ওই পকেট ফুটো করা বিদ্যুৎ বিল গ্রাহকদের থেকে সিইএসসি দাবি করছে না।

কিন্তু, এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বিধানসভা নির্বাচনের আগে বিষয়টিকে ইস্যু বানিয়েছে বিজেপি। বিজেপির দাবি, সিইএসসি'র বিল নিয়ে তারা লড়াই করেছিল। সেই কারণেই বিলের টাকা নিতে পারছে না সংস্থা। অন্যদিকে, বড় বিলের চাপে পড়েছিলেন স্বয়ং বিদ্যুৎমন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী নিজেই সংস্থার সঙ্গে বৈঠক করেন।

বৃহস্পতিবার বিজেপি নেতা, বিজেপি যুব মোর্চার জাতীয় সম্পাদক সৌরভ সিকদার বলেন, “সিইএসসি লকডাউনের মধ্যে চাপান বিলের বোঝা স্থগিত রেখেছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি এবং যুব মোর্চা এক বছর ধরে লড়াই করছে। হাইকোর্টে ৬ মে জনস্বার্থ মামলা করা হয়। বিজেপির চাপের কাছে সিইএসসি নতি স্বীকার করেছে।”

উল্লেখ করা যেতে পারে, কোভিড পর্বের আগে, সিইএসসি-এর দফতর ভিক্টরিয়া হাউসে অভিযান চালিয়েছিল বিজেপি। পুলিশ জল কামান প্রয়োগ করে ওই বিক্ষোভ নিয়ন্ত্রণ করে। বিজেপি নেতারা গ্রেফতার হন। ছিলেন কিছু শীর্ষ নেতাও। অন্যদিকে, লকডাউনের মধ্যে আমফান ঝড়ের পর কলকাতা এবং লাগোয়া এলাকার বিদ্যুৎ পরিস্থিতি ভেঙে পড়ে। মানুষ সিইএসসি-কে বিষোদগার করতে থাকে। সেই সময় শাসক দলের সঙ্গে সি এস সি এর সম্পর্ক সামনে চলে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *