অর্থ নিয়ে নিশ্চুপ কেন্দ্র, সমস্যায় ১১ লক্ষের বেশি উপভোক্তা

অর্থ নিয়ে নিশ্চুপ কেন্দ্র, সমস্যায় ১১ লক্ষের বেশি উপভোক্তা

centre

কলকাতা: আবাস যোজনা বা ১০০ দিনের কাজে টাকা দেওয়া নিয়ে এখনও ‘রা’ কাটেনি কেন্দ্রীয় সরকার। বাংলায় বিরোধীরা বারবার দুর্নীতির অভিযোগ তুললেও কেন্দ্রের দল রাজ্য ঘুরেও কোনও অভিযোগের প্রমাণ পায়নি। ইতিমধ্যে ৬০টির বেশি কেন্দ্রীয় দল বঙ্গে ঘুরে গিয়েছে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসছে না বাংলায়। এমতাবস্থায়, ১১ লক্ষেরও বেশি উপভোক্তা সমস্যায় পড়েছেন। টাকা পাওয়ার আগেই যদি কেন্দ্রীয় প্রকল্প উঠে যায়, তখন কী হবে তা নিয়ে এখন চিন্তা বাড়ছে। 

২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে আবাস প্রকল্প গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ততদিনে উপভোক্তারা টাকা পাবেন কিনা তা নিয়ে সংশয়। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন রাজ্যের উপভোক্তারা। জানা গিয়েছে, উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে যে নিয়মের কথা বলা হয়েছিল কেন্দ্রের তরফে তা মেনেই রাজ্য নির্ধারিত সময়ে রিপোর্ট দিয়েছে। উপভোক্তাদের নাম যাচাই করে চূড়ান্ত তালিকাও পাঠানো হয়েছে কেন্দ্রকে। কিন্তু তারপরেও কাঙ্ক্ষিত অর্থ এসে পৌঁছয়নি বাংলায়। 

গোটা বিষয় নিয়ে ক্ষুব্ধ শাসকদলের নেতা-কর্মীরা। তাদের সাফ বক্তব্য, বাংলাকে কোণঠাসা করতেই এমন কাজ করছে কেন্দ্রের বিজেপি সরকার। কোথাও কোনও দুর্নীতি দেখাতে না পারলেও টাকা দেওয়া হচ্ছে না। বিষয়টিকে প্রতিহিংসার রাজনীতি বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 3 =