কলকাতা: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই পৃথক বৈঠক করেছে নবান্ন এবং কলকাতা পুরসভা। একাধিক নির্দেশ এই বৈঠক থেকে দেওয়া হয়েছে। সার্বিকভাবে কলকাতা সহ একাধিক জেলার যা ডেঙ্গি পরিস্থিতি তাতে শঙ্কিত সাধারণ মানুষ। এবার এই পরিস্থিতি মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার। ডেঙ্গি নিয়ে আরও সতর্ক হতেই এই চিঠি বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। চিঠিতে তারা শঙ্কা প্রকাশ করে জানিয়েছে ডেঙ্গির সংক্রমণ আরও বাড়তে পারে পশ্চিমবঙ্গে। এছাড়া দিন দিন যে মৃত্যুর খবর আসছে রাজ্য থেকে তা নিয়েও তারা চিন্তিত। এর পাশাপাশি বেশকিছু নির্দেশও কেন্দ্র দিয়েছে রাজ্যকে। বলা হয়েছে, ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। এছাড়া ডেঙ্গি আক্রান্তদের বেশি করে চিহ্নিত করার জন্য ল্যাবরেটরি প্রস্তুত রাখতে হবে। প্রসঙ্গত, শনিবারই মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ে আবার রিভিউ বৈঠক হবে। সেখানে এই চিঠি নিয়ে আলোচনা হয় কিনা তা দেখার বিষয়।
ইতিমধ্যেই নবান্নের বৈঠকের পর একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল শহর এবং রাজ্যের ডেঙ্গি ‘হটস্পট’ এলাকাগুলি নিয়ে। পুরসভার বৈঠকে পর হেল্পলাইন চালু করা হয়েছে। আপাতত ডেঙ্গি ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত সমস্ত এলাকায় বিশেষ সাফাই অভিযান চলছে। রাজ্যের সব হাসপাতাল চত্বরে নিয়মিত সাফাই অভিযান হবে, শহর এবং শহর সংলগ্ন এলাকার বাজারগুলিতেও। পুজোর আগে পরিস্থিতি স্বাভাবিক করতে চায় রাজ্য সরকার।