বাংলায় আবাস যোজনায় ব্যাপক অনিয়মের অভিযোগ, তিনটি জেলা নিয়ে রিপোর্ট চাইল কেন্দ্র

বাংলায় আবাস যোজনায় ব্যাপক অনিয়মের অভিযোগ, তিনটি জেলা নিয়ে রিপোর্ট চাইল কেন্দ্র

centre

নিজস্ব প্রতিনিধি:  আবাস যোজনা নিয়ে কেন্দ্র-রাজ্যের সংঘাত ফের নতুন মাত্রা পেতে চলেছে। ঘটনা হল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে বহুদিন ধরেই সংঘাত চলছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। এবার বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে চিঠি পাঠানো হল নবান্নকে। এ বিষয়ে রাজ্যের কাছ থেকে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চাওয়া হয়েছে।

আবাস যোজনা প্রকল্প নিয়ে বেশ কিছু অভিযোগ  পাওয়ার পর কেন্দ্রের প্রতিনিধি দল রাজ্যে এসে বেশ কিছু জেলায় সফর করে। প্রতিনিধি দলের সদস্যরা বেশ কয়েকটি জেলায় অনিয়ম ও অসঙ্গতি দেখতে পেয়ে তা জানিয়েছিলেন কেন্দ্রের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রককে। তার ভিত্তিতেই এবার কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক চিঠি পাঠাল নবান্নকে।  মঙ্গলবার সেই চিঠির জবাব রাজ্য সরকার দিতে পারে বলে একটি সূত্রে খবর। মূলত তিনটি জেলা নিয়ে রিপোর্ট চেয়েছে কেন্দ্র। জেলাগুলি হল নদিয়া, কালিম্পং এবং দক্ষিণ চব্বিশ পরগনা। জানা গিয়েছে এই তিনটি জেলা থেকে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন কেন্দ্রের প্রতিনিধি দলের সদস্যরা। আর তার ভিত্তিতেই নবান্নকে চিঠি দেওয়া হয়েছে।

বহুদিন ধরেই আবাস যোজনা নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে পিছনের দরজা দিয়ে অন্যকে যোজনার টাকা পাইয়ে দেওয়া হয়েছে বলে রাজ্য বিজেপি নেতৃত্ব বহুদিন ধরেই অভিযোগ করছেন। এ ব্যাপারে সবচেয়ে বেশি সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে একাধিকবার কেন্দ্রকে নালিশ জানিয়েছেন তিনি। পাল্টা রাজ্য সরকারের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্র। শুভেন্দু তথা রাজ্য বিজেপি নেতৃত্ব বাংলার উন্নয়ন চান না বলেই তাঁরা এমন আচরণ করছেন বলেও অভিযোগ তৃণমূলের। যদিও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আবাস যোজনা নিয়ে পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে যে অভিযোগ সামনে এসেছে তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। উল্লেখ্য অভিযোগ পাওয়ার পরই কেন্দ্রের প্রতিনিধি দল বাংলায় আসে। বিভিন্ন জেলা ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। তারপর নির্দিষ্ট জায়গায় সবিস্তার রিপোর্ট জমা দেন তাঁরা। আর সেই রিপোর্টের ভিত্তিতেই যে তিনটি জেলায় আবাস যোজনা সম্পর্কিত অসঙ্গতির অভিযোগ পাওয়া গিয়েছে তা নিয়ে নবান্ন কি ব্যবস্থা নিয়েছে সেটাই এবার জানতে চাইল কেন্দ্র। বিষয়টি যে রাজ্য সরকারকে খুশি করছে না তা স্পষ্ট। গোটা বিষয়টির মধ্যে রাজনীতিই দেখছে তারা। তাই কেন্দ্রের চিঠির উত্তর হিসেবে রাজ্য কি জানায় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *