কলকাতা: আড়াই বছর কোনও বরাদ্দ বৃদ্ধি হয়নি মিড ডে মিলে। কিন্তু এবার অবশেষে সেই কাজ করল কেন্দ্রীয় সরকার। কিন্তু ‘এতটাই’ বৃদ্ধি করা হল মিড ডে মিলের বরাদ্দে যে তাতে সমালোচনায় সরব হয়েছে শিক্ষক মহল। অধিকাংশই একে হাস্যকর বলে কটাক্ষ করছেন। আসলে দীর্ঘ আড়াই বছর পর প্রাথমিকে মাথাপিছু ৪৮ পয়সা এবং উচ্চ প্রাথমিকে মাথাপিছু ৭২ পয়সা বরাদ্দ বৃদ্ধি করেছে কেন্দ্র। ১ অক্টোবর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান হয়েছে।
আরও পড়ুন: বাঁকুড়ার পাহাড়ি গুহা ফের আলোচনার কেন্দ্রে, কী আছে এখানে
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনায় সরব হয়েছে শিক্ষক মহলের একটা বৃহৎ অংশ। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানাচ্ছেন, চাল, ডাল, সবজি সব জিনিসের দাম আগুন। এই পরিস্থিতিতে মাথাপিছু ২০ টাকা বৃদ্ধি না হলে কিছু করা যায় না। পুষ্টিকর খাবার মেলা মুশকিল। অন্যদিকে, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষের বক্তব্য, প্রধান শিক্ষকদের ওপর দায় চাপিয়ে কেন্দ্র চুপ করে বসে রয়েছে। যা বৃদ্ধি করা হয়েছে তাতে পুষ্টিকর খাদ্য দেওয়া অসম্ভব। আড়াই বছর পর এই বরাদ্দ বৃদ্ধি অযৌক্তিক।
প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাসে শেষবার এই মিড ডে মিলে বরাদ্দ বেড়েছিল। সেই সময়ে প্রাথমিকে মোট বরাদ্দ ছিল মাথাপিছু ৪ টাকা ৯৭ পয়সা এবং উচ্চ প্রাথমিকে বরাদ্দ ছিল মাথাপিছু ৭ টাকা ৪৫ পয়সা। এখন বরাদ্দ বৃদ্ধি হয়ে তা হল যথাক্রমে ৫ টাকা ৪৫ পয়সা এবং ৮ টাকা ১৭ পয়সা। এই খরচ কেন্দ্র এবং রাজ্য ৬০:৪০ অনুপাতে খরচ করে।