করোনা আবহেও টিকা থেকে GST আদায় করবে কেন্দ্র-রাজ্য!

করোনা আবহেও টিকা থেকে GST আদায় করবে কেন্দ্র-রাজ্য!

কলকাতা: রাশিয়ান টিকা থেকেও GST আদায় করবে কেন্দ্র ও রাজ্য সরকার৷ GST বাবদ সাধারণ জনতা গুনতে হবে অতিরিক্ত ৪৭.৪ টাকা৷ মোট ৫ শতাংশ GST-র মধ্যে কেন্দ্র আদায় করবে ২.৫ শতাংশ, সমহারে মুনাফা নেবে রাজ্য৷ সাধারণ জনতার পকেট থেকে ২৩.৭ টাকা ঘরে তুলবে কেন্দ্র ও রাজ্য সরকার৷ করোনার জেরে যখন লাফিয়ে বাড়ছে বেকারত্ব, আয় কমছে জনতার, তখন জীবনদায়ী টিকা থেকেও কর আদায় করছে কেন্দ্র-রাজ্য৷ বিমামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি তো দূরের কথা, অন্তত টিকা থেকে কেন GST প্রত্যাহার করছে না কেন্দ্র-রাজ্য সরকার? উঠছে প্রশ্ন৷ 

উল্লেখ্য, জানা গিয়েছে রাশিয়ার করোনা ভাইরাস ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’-র একটি ডোজ ভারতে বিক্রি হবে ৯৯৫ টাকায় অর্থাৎ দুটি ডোজের দাম প্রায় ২,০০০ টাকা। রাশিয়া থেকে এই ভ্যাকসিনের প্রতি ডোজ ভারতে আমদানি করা হচ্ছে ৯৪৮ টাকায়। বাকি ৫ শতাংশ জিএসটি নির্ধারিত হয়েছে। রাশিয়ান এই ভ্যাকসিন প্রথম আমদানি করা হয়েছে ১ মে। প্রসঙ্গত রাশিয়া দাবি করেছে যে এটাই বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন সাফল্যের শতাংশ ৯১.৬। এদিকে নতুন করোনাভাইরাস ভ্যাকসিন ভারতে এলে দেশের তৈরি ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার সময় বাড়িয়ে দেওয়ার কারণে ইতিমধ্যেই আলোচনা চলছে। কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যের গ্যাপ বাড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, দ্রুত জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার অনুরোধ জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে৷ অর্থমন্ত্রী অমিত মিত্র আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে লেখা চিঠিতে এর আগে গত অক্টোবরে অতিমারীর মধ্যেই কাউন্সিলের বৈঠক হলেও গত ৬ মাস কোন বৈঠক না হওয়ায় তা সংবিধান বিরুদ্ধ বলে উল্লেখ করেছেন৷ সংবিধানের নিয়ম মেনে বছরে চারবার বৈঠক ডাকার কথা বলা হলেও দীর্ঘদিন বৈঠক না হওয়ায় কেন্দ্র ও রাজ্যের সম্পর্কে তার প্রভাব পড়তে পারে বলে রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন৷ সেই কারণে চলতি অতিমারীর মধ্যেই একটি ভার্চূয়াল বৈঠক ডাকার আবেদন করেছেন তিনি৷ একইসঙ্গে বর্তমান অর্থবছরে ইতিমধ্যেই জিএসটি ক্ষতিপূরন খাতে রাজ্যগুলির ঘাটতি এক লক্ষ ৫৬ হাজার কোটি টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 8 =