রাজ্যকে করোনা ভ্যাকসিন পাঠাচ্ছে কেন্দ্র, প্রস্তুতি শুরুর নির্দেশ

কলকাতা: খুব শীঘ্রই দেশে শুরু হবে করোনার টিকাকরণ। তার আগে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিল কেন্দ্র সরকার। রাজ্যগুলিকে জানানো হয়েছে সরাসরি কোভিড টিকা পাঠিয়ে দেওয়া হবে আর তার জন্য যেন উপযুক্ত প্রস্তুতি নেওয়া শুরু করে রাজ্য সরকার।

1d4d7d4df65ecec05b0844cf6da8ab16

কলকাতা: খুব শীঘ্রই দেশে শুরু হবে করোনার টিকাকরণ। তার আগে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিল কেন্দ্র সরকার। রাজ্যগুলিকে জানানো হয়েছে সরাসরি কোভিড টিকা পাঠিয়ে দেওয়া হবে আর তার জন্য যেন উপযুক্ত প্রস্তুতি নেওয়া শুরু করে রাজ্য সরকার।

কোভিড মোকাবিলায় দু’টি প্রতিষেধককে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড। ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের তরফে একথা রাজ্যের স্বাস্থ্য দফতরকে চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনার ভ্যাকসিন রাজ্যকে পাঠিয়ে দেওয়া হবে। তার সংরক্ষণের প্রস্তুতি যেন শুরু করে দেওয়া হয়। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী মনে করেন আগামী এক থেকে দুদিনের মধ্যেই রাজ্যের হাতে টিকা চলে আসবে। তবে কোন ভ্যাকসিন পাঠানো হবে ও কতটা পরিমাণে পাঠানো হবে, চিঠিতে সেসব কিছু জানানো হয়নি।

এদিকে, বুধবার সরকারের তরফে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদনের তারিখ থেকে ১০ দিনের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে। সিরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা বলেছেন যে তাঁদের কাছে ৫ মিলিয়নেরও বেশি ডোজ দ্রুত রোলআউটের জন্য প্রস্তুত রয়েছে। পুনাওয়ালা আরও জানিয়েছেন, “ভারত সরকার যত তাড়াতাড়ি আমাদের জানাতে পারবে, আমরা এটি কোথায় পাঠাতে হবে এবং কিছু অন্যান্য আনুষ্ঠানিকতা প্রক্রিয়া শুরু করব। আমরা আশা করছি যে এই সমস্ত আনুষ্ঠানিকতা আগামীতে ৭ থেকে ১০ দিনের মধ্যে শেষ হবে। তার পরে খুব দ্রুত রোলআউট হবে ভ্যাকসিন।” তিনি বলেন, সংস্থাটি আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে ৭০ থেকে ৮০ মিলিয়ন ডোজ সরবরাহ করতে পারবে। ইতিমধ্যে গোটা দেশে ড্রাই রান অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে দেশ টিকা অভিযান শুরু করতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *