কলকাতা: সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে সমীক্ষা করতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অনুজ শর্মার নেতৃত্বে প্রতিনিধি দলটি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায়। ওই প্রতিনিধি দলে রয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধিকর্তা নরেন্দ্র কুমার, বিদ্যুৎ মন্ত্রকের অধিকর্তা রিশিকা সারান, মৎস্য বিভাগের সহকারী কমিশনার আর পি দিবে, ব্যয় বিভাগের অধিকর্তা এসসি মিনা, জলশক্তি মন্ত্রকের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ মিত্র এবং সড়ক পরিবহন মন্ত্রকের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সমীরন সাহা। আগামীকাল তাঁরা দুই ২৪ পরগণা সফর করবেন। শনিবার রাতে তাদের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।
ঘূর্ণিঝড় আম্ফান রাজ্যে আছড়ে পড়ার পর পরেই নিজে চোখে পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ঘোষণা মত ঘূর্ণিঝড় বিধ্বস্ত পাজ্যের পূনর্গঠনে এক হাজার কোটি টাকা সাহায্যও সঙ্গে সঙ্গে মিটিয়ে দিয়েছে কেন্দ্র।এবার প্রধানমন্ত্রীর আশ্বাস মত রাজ্যের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে রাজ্যে আসছে বিশেষ কেন্দ্রীয় প্রতিনিধি দল।
প্রশাসনিক সূত্রের খবর সেই প্রতিনিধি দলের রিপোর্টের ওপর ভিত্তি করে রাজ্যের জন্য পরবর্তী দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করবে কেন্দ্র।এর আগে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনায় আসা আন্তঃমন্ত্রক দলকে বিভিন্ন ভাবে অসহযোগিতা করার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। কিন্তু এবার কেন্দ্রীয় দলকে সবরকমের সহায়তার বার্তা দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে। প্রাপ্তিযোগের সম্ভাবনার কারণেই সরকার পক্ষের অবস্থান বদল বলে বিরোধীদের কটাক্ষ।