মুখ্যমন্ত্রীকে দেওয়া হোক কেন্দ্রীয় নিরাপত্তা, কমিশনে ‘নালিশ’ বিজেপির!

মুখ্যমন্ত্রীকে দেওয়া হোক কেন্দ্রীয় নিরাপত্তা, কমিশনে ‘নালিশ’ বিজেপির!

 

কলকাতা: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি। শনিবার আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ‘নালিশ’ জানাল রাজ্য বিজেপির প্রতিনিধিরা। বঙ্গের গেরুয়া শিবিরের এই প্রতিনিধি দলে এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, সব্যসাচী দত্ত, স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া-সহ একাধিক নেতৃত্বরা।

এদিন নির্বাচন কমিশনের দফতরে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্য বিজেপি অভিযোগ, আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরও চারজন আইপিএস অফিসারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বহাল করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হোক। কারণ, ভোটের সময় চারজন আইপিএসকে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ব্যস্ত করে রাখলে রাজ্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট প্রক্রিয়ার ক্ষতি হবে।

পদ্ম ব্রিগেডের আরও অভিযোগ, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে ব্যাক গেট দিয়ে ওয়ার্ক অর্ডার ইস্যু করছে রাজ্যের শাসক দল। তারা জানিয়েছে, একজন পুলিশ অফিসার অন্যান্য পুলিশকর্মীদের থেকে ভোটার এবং আধার কার্ডের নথি চাইছেন, পোস্টাল ব্যালটে সেগুলি এক সঙ্গে তুলনা করবেন বলে। এটাও তৃণমূল কংগ্রেস সরকারের একটি চক্রান্ত হতে পারে বলে দাবি রাজ্য বিজেপির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =