অভিষেকের ধর্নার জের? তৃণমূলের সঙ্গে দেখা না করা মন্ত্রী আসছেন শহরে

অভিষেকের ধর্নার জের? তৃণমূলের সঙ্গে দেখা না করা মন্ত্রী আসছেন শহরে

central minister

কলকাতা: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি দিল্লিতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেননি। তিনি কথা দিয়েও কথা রাখেননি বলে দাবি করেছে বাংলার শাসক দল। বরং তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছে তৃণমূল সাংসদদের। কৃষি ভবন থেকে তাঁদের বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। সেই মন্ত্রীই এবার কলকাতায় আসছেন বলে খবর। তাহলে কি রাজভবনের সামনে তৃণমূলের ধর্নার জেরে এই ঘটনা? আলোচনা শুরু। 

শনিবার সকালেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। সূত্রের খবর, দুপুর ১টা নাগাদ বিজেপির একটি সাংবাদিক বৈঠক হওয়ার কথা তাতেই থাকতে পারেন তিনি। গত মঙ্গলবারই দিল্লিতে কৃষিভবনে জ্যোতির সঙ্গে দেখা করে বাংলার মানুষের দাবি জানাতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রতিনিধিরা। কিন্তু সেদিন তারা অসফল হন। এবার সেই মন্ত্রীই কলকাতায় আসছেন এমন খবরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের অনুমান, দিল্লি থেকে ফিরে রাজভবনে যে ধর্না শুরু করেছে তৃণমূল, তার চাপেই এমন সিদ্ধান্ত হতে পারে কেন্দ্রীয় মন্ত্রীর। যদিও বিজেপি সূত্রে এমন কিছুর মান্যতা দেওয়া হয়নি। 

কিন্তু মঙ্গলবার কেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় মন্ত্রী? তার জবাব তিনি দিয়েছেন। জানিয়েছেন, তৃণমূলের কর্মীরা সাধারণ জনতার দাবিতে তাঁদের নিয়ে ওঁর সঙ্গে দেখা করতে চাইছিলেন। যা অফিসের নিয়মবিরুদ্ধ। তাঁর দাবি, আসল বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্য তৃণমূলের ছিল না। ওঁদের উদ্দেশ্য ছিল রাজনীতি করা। তাই তিনি দেখা করেননি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *