বাংলায় এত লোডশেডিং কেন? প্রশ্ন তুলে রাজ্যের চাপ বৃদ্ধি মন্ত্রীর

বাংলায় এত লোডশেডিং কেন? প্রশ্ন তুলে রাজ্যের চাপ বৃদ্ধি মন্ত্রীর

central minister

কলকাতা: বাংলার নানা জায়গায় বিদ্যুৎবিভ্রাট নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং। এত কেন লোডশেডিং হচ্ছে পশ্চিমবঙ্গে, তা জানতে চেয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ইস্যুতে রাজ্যের মন্ত্রীর সঙ্গে তাঁর কার্যত তরজা শুরু হয়। কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। 

সম্প্রতি রাজ্যের বেশ কিছু জায়গায় লোডশেডিংয়ের সমস্যা দেখা দিয়েছিল। দুপুর হোক কিংবা রাত, তীব্র গরমের মধ্যে হামেশাই কারেন্ট চলে যাচ্ছিল। বারংবার অভিযোগ করেও কোনও লাভ হচ্ছিল না। আবার এই নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভেও সামিল হন সাধারণ মানুষ। যদিও এখন এই পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। শেষ কয়েক মাসে সেইভাবে কারেন্ট চলে যাওয়ার অভিযোগ আসেনি। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী এই সময়ে শহরে এসে লোডশেডিং নিয়ে আলোচনা শুরু করে দিলেন। তাঁর বক্তব্য, পশ্চিমবাংলায় যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় সেই হিসেবে কোনও ভাবেই বিদ্যুৎ বিভ্রাট হওয়ার কথা নয়। কিন্তু কিছু কাল যাবৎ এমনটাই হচ্ছে। 

কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রতিদিন পশ্চিমবঙ্গে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। সেই সঙ্গে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার তরফে ২৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় থাকে। যা এ রাজ্যে চাহিদা মেটাতে সক্ষম। তা সত্ত্বেও সমস্যা থেকে যাচ্ছে। যদিও এর পাল্টা দিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, কেন্দ্রীয় সরকারের উচিত অন্যান্য রাজ্যের দিকে নজর দেওয়া। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *