ভোটের পরেই লকডাউন করবে কেন্দ্র? চাঞ্চল্য অভিষেকের মন্তব্যে

ভোটের পরেই লকডাউন করবে কেন্দ্র? চাঞ্চল্য অভিষেকের মন্তব্যে

লালগোলা: দেশের এবং রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে ফের একবার লকডাউন কার্যকরী হতে পারে বলে সাধারণ মানুষ আশঙ্কা করছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং দিল্লিতে নাইট কার্ফু এবং লকডাউন ঘোষণা হয়েছে। একাধিক রাজ্যে আপাতত চলছে নাইট কার্ফু। তবে পশ্চিমবঙ্গে এখনো এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও আজ মুর্শিদাবাদের লালগোলা জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ভোট মিটলেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করে দেবে কেন্দ্র! তার এই মন্তব্যে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে।

এ দিন অভিষেক বলেন, শুধুমাত্র বাংলার নির্বাচন শেষ হওয়ার অপেক্ষা করছে কেন্দ্রীয় সরকার। তারপরেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করবে তারা। অভিষেকের দাবি, যেভাবেই হোক না কেন বাংলা দখল করতে চাইছে বিজেপি। আর একবার যদি তারা বাংলা দখল করতে পারে তাহলে তার পরেই লকডাউন ঘোষণা করে দেবে দেশজুড়ে। এই প্রেক্ষিতে অভিষেক দাবি করেন, লকডাউন কার্যকর হলে এই তৃণমূল কংগ্রেস সরকার আবার মানুষের ঘরে ঘরে খাদ্য এবং রেশন পৌঁছে দেবে। গত বছর লকডাউন কার্যকরী হবার পর সবাই কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল প্রত্যেকের মনে আছে। এই তৃণমূল কংগ্রেস সরকার না থাকলে বিনামূল্যে স্বাস্থ্য এবং খাদ্য কেউ দেবে না বলে দাবি করেন অভিষেক। মন্তব্য করেন, লকডাউন কার্যকর হলে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দেবে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা।

এই মন্তব্য করার পাশাপাশি বিজেপিকে এক হাত নিয়ে অভিষেক দাবি করেন, তিনি উত্তর থেকে দক্ষিণ বঙ্গ ঘুরছেন এবং দিনে চার থেকে পাঁচটা জনসভা করছেন। তিনি ইতিমধ্যেই বুঝে গিয়েছেন যে বাংলায় তৃণমূল কংগ্রেস দল দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় আসতে চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য নবান্ন যেতে চলেছেন। অভিষেকের কথায়, তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার এখন শুধু সময়ের অপেক্ষা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =