সুখবর! লকডাউনের মধ্যেই মিড ডে মিলে বরাদ্দ বাড়াল কেন্দ্র

সুখবর! লকডাউনের মধ্যেই মিড ডে মিলে বরাদ্দ বাড়াল কেন্দ্র

কলকাতা: লকডাউনের মধ্যে মিড ডে মিলের বরাদ্দ বাড়াল কেন্দ্র৷ বিষয়টি রুটিন বৃদ্ধি হলেও বর্তমান পরিস্থিতিতে এই পদক্ষেপ ইতিবাচক বলেই মনে করছেন শিক্ষক মহলের একাংশ৷

কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মিড ডে মিল বাবদ ৪৯ পয়সা বাড়িয়ে ছাত্র পিছু বরাদ্দ করা হয়েছে ৪ টাকা ৯৭ পয়সা৷ এরমধ্যে ২ টাকা ৯৮ পয়সা দেবে কেন্দ্র৷ বাকিটা রাজ্যকে দিতে হবে৷

উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে পড়ুয়া পিছু বরাদ্দ এক টাকা আট পয়সা বাড়িয়ে বরাদ্দ দাঁড়িয়েছে ৭ টাকা ৪৫ পয়সা৷ মোট বরাদ্দের মধ্যে কেন্দ্র দেবে ৪ টাকা ৪৭ পয়সা৷ বাকিটা দেবে রাজ্য৷ অর্থাৎ মোট বরাদ্দ বেড়েছে ১১ শতাংশের কাছাকাছি৷ তবে, প্রাথমিকে ৭ টাকা ও উচ্চ প্রাথমিকে ১০ টাকা বরাদ্দ করার দাবি আগেই উঠেছে নানা মহল থেকে৷

মিড ডে মিলে বরাদ্দ অর্থে পুষ্টিকর খাদ্য সরবরাহের দাবি তুলেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি৷ শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানিয়েছেন, গত ১৪ এপ্রিল কেন্দ্রীয় সরকার মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি করেছে৷ আগামী সপ্তাহে দেড় মাসের জন্য মাথাপিছু ৩ কেজি করে চাল ও আলু দেওয়া হবে রাজ্যে৷ প্রথমবার মার্চ মাসের জন্য ২কেজি করে দেওয়া হয়েছে৷ আড়াই মাসের জন্য ৫ কেজি করে বরাদ্দ৷ চাল ছাড়া মিড-ডে মিলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ গড়ে যথাক্রমে প্রাথমিকে (২২×৪.৪৮+৩০×৪.৯৭)=২৫০ এবং উচ্চ প্রাথমিকে (২২×৬.৭১+৩০×৭.৪৫)=৩৭৫ (মাসে রান্না করা হয় ২২/২৩ দিন)৷ আর ওই সময়ের জন্য আলু দেওয়া হয়েছে ৫ কেজি, যার দাম প্রায় ১০০টাকা৷ ফলে কোষাগারে থেকে গেল মাথাপিছু যথাক্রমে ১৫০ ও ২৭৫৷ তথাপি ছাত্রের প্রাপ্য অর্থ বা সমপরিমান খাদ্য সামগ্রী দেওয়া হয়নি৷’’ ওই অর্থ দিয়ে পুষ্টিকর খাদ্য সরবরাহের দাবি করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *