কলকাতা: চলতি মাসের শেষেই রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হতে চলেছে। আগামী ৩০ অক্টোবরেই উপনির্বাচন গুলির সংঘটিত হবে এবং তার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তৎপরতা এবং একই সঙ্গে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও! প্রথমে ঠিক করা হয়েছিল যে এই চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কিন্তু এখন সেই সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ১০০-র কাছাকাছি।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশন চাইছে যে রাজ্যের এই উপনির্বাচন গুলির জন্য বঙ্গে আসবে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! কিছুদিন আগে পর্যন্ত এই সংখ্যাটা দাঁড়িয়েছিল ৮০-তে। তবে কয়েকদিনের ব্যবধানে আবার সেই সংখ্যা বাড়ানো হল। গোসাবা, দিনহাটা, খড়দহ এবং শান্তিপুরে মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে সূত্রের খবর। কিন্তু কোন কেন্দ্রে কত কেন্দ্র বাহিনী থাকবে তা এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে জানানো হয়নি। তবে এইভাবে লাফে লাফে কেন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে তা বুঝতে পারছে না রাজনৈতিক মহলের একাংশের। যদিও অনুমান করা হচ্ছে যে বিজেপির চাপেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে কারণ কয়েকদিন আগেই বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন।
এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও নির্বাচন কমিশন সূত্রে খবর, সবথেকে বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে দিনহাটায়, আর সবথেকে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে খড়দহে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের সময় দিনহাটা বারেবারে উত্তপ্ত হয়েছিল। সেই প্রেক্ষিতেই হয়তো এই কেন্দ্রকে বেশি নজর দেওয়া হচ্ছে। তথ্য অনুযায়ী দিনহাটায় থাকতে চলেছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং খড়দহে থাকতে চলেছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শান্তিপুর এবং গোসাবায় যথাক্রমে ২২ এবং ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে।