বৃদ্ধা ভোটারকে মার! ফের ‘শীতলকুচি’ করার হুমকি কেন্দ্রীয় বাহিনীর

বৃদ্ধা ভোটারকে মার! ফের ‘শীতলকুচি’ করার হুমকি কেন্দ্রীয় বাহিনীর

cfdae2f52b4dbba6b6acf86f70d98c9a

কলকাতা: ফের একবার শীতলকুচি করার হুমকি দিল কেন্দ্রীয় বাহিনী! খাস কলকাতায় এমন বিস্ফোরক অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। এর পাশাপাশি এক বৃদ্ধ ভোটারকে মারধর করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সবমিলিয়ে অষ্টম দফার নির্বাচন ব্যাপক উত্তপ্ত হল। এই ঘটনা ঘটেছে মানিকতলার কাদাপাড়া শীতলা মন্দির এলাকায়।

স্থানীয় ভোটারদের অভিযোগ, এক বৃদ্ধা ভোটারকে আচমকা মারধর করে কেন্দ্রীয় বাহিনী এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তারপর কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান হুমকি দেন ভোটারদের। ‘আবারো শীতলকুচি করব’, এই মন্তব্য করে ভোটারদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যদিও এই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নির্বাচন কমিশনের। হবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সকলের সামনে আসতেই আবারো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এমনিতেই আজ সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মানিকতলা এলাকা। সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের অহেতুক লাঠি চার্জ করার অভিযোগ পর্যন্ত উঠেছে। সবমিলিয়ে অষ্টম দফায় অধিকাংশ ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনীকে কেন্দ্র করেই এটা পরিষ্কার।

জানা গিয়েছে, মানিকতলা বিধানসভার নারকেলডাঙা মেন রোডে ভোটারদের উপর লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ উঠছে এমনটাই। জওয়ানদের লাঠির বাড়িতে এক মহিলা হাতে চোট পান বলেও অভিযোগ। ঘটনাস্থলে যান মানিকতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। এখন পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। এদিন সকালেই অগ্নিগর্ভ হয় মানিকতলা৷ মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ চলে৷ তাঁকে ঘিরে ধরে চলে ধাক্কা, হাতাহাতি, ধস্তাধস্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *