লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী! কিন্তু কেন?

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী! কিন্তু কেন?

central force

কলকাতা: ২০১৯ সালে  লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর রাজ্যে এসে পৌঁছেছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ২০২৪-এ সেই ছবি পাল্টাতে চলেছে৷ সূ্রর খবর, এ বার সম্ভবত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই রাজ্যে চলে আসবে কেন্দ্রীয় বাহিনী। চলতি মাসের শেষেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য বিষয় হল, আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যের জন্য রেকর্ড সংখ্যক বাহিনী চাওয়া হয়েছে৷ যা জম্মু-কাশ্মীরের চেয়েও বেশি৷ এবারের লোকসভা ভোটে বাংলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ৯২০ কোম্পানি বাহিনী চাওয়াটা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।

কিন্তু কেন ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসবে? সূত্রের খবর, এই সিদ্ধান্তের পিছনে অন্যতম কারণ হল একমাস ধরে জমা পড়া রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট। ভোটে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। সমস্ত স্পর্শকাতর, সংবেদনশীল বুথের তালিকাও চেয়ে পাঠিয়েছে তারা। ৪ মার্চ রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ সব রাজনৈতিক দল, পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক রয়েছে৷ সম্ভবত এর পরেই ভোট ঘোষণা করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =