রানিনগর: সপ্তম দফার ভোটে সকাল থেকে বিভিন্ন এলাকায় অশান্তির খবর উঠে আসছে। আপাতত একটা ব্যাপার পরিষ্কার হয়ে গিয়েছে কিছুই বাংলায় হয়তো অশান্তি ছাড়া ভোট হবে না। আজ রানিনগরে তৃণমূল কংগ্রেসের দুই নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং অভিযোগ উঠছে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে! স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
যে তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব চলেছে তার পাশেই রয়েছে বুথ। তৃণমূল কংগ্রেসের ওই নেতা এবং তার স্ত্রীয়ের অভিযোগ, তাদের বাড়িতে আচমকা ঢুকে কেন্দ্রীয় বাহিনী এই তাণ্ডব চালায় এবং তারা এই ঘটনা ঘটিয়েছে বিজেপি এজেন্টের প্ররোচনার প্রেক্ষিতে। অভিযোগ করা হয়েছে, আচমকা বাড়িতে ঢুকে আলনা থেকে শুরু করে বাসন, জামা কাপড় থেকে শুরু করেছে আর সমস্ত কিছু বাড়ির বাইরে ফেলে দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয়। যদিও কেন্দ্রীয় বাহিনী তরফে জানানো হয়েছে, বুথের ভেতরে তৃণমূল কংগ্রেসের এজেন্ট মানুষকে দেখিয়ে দিচ্ছিলেন যে কোথায় ভোট দিতে হবে। সেই প্রেক্ষিতেই গন্ডগোল শুরু হয়। পাশাপাশি বিজেপি দাবি করছে, ওই বুথে তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি এবং মারধর করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছে পুলিশ এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।