সবচেয়ে স্পর্শকাতর মুর্শিদাবাদ, কোন জেলায় কত বাহিনী বরাদ্দ হল

সবচেয়ে স্পর্শকাতর মুর্শিদাবাদ, কোন জেলায় কত বাহিনী বরাদ্দ হল

f68fc2ab3f26ef73db8841326559cc41

কলকাতা: ৪ তারিখের পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যে থাকতে চলেছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই। কলকাতা হাইকোর্ট আবার তার পর্যবেক্ষণে জানিয়েছে, প্রতি বুথে অর্ধেক কেন্দ্রীয় বাহিনী, অর্ধেক রাজ্য পুলিশ থাকবে। কিন্তু কোন জেলার জন্য কত কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হচ্ছে সে ব্যাপারে মঙ্গলবার পর্যন্ত কিছুই জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। বুধবার এই সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গিয়েছে। এছাড়া কমিশন এও জানিয়েছে যে, কোন কোন রাজ্যের পুলিশ এবারের পঞ্চায়েত নির্বাচনে বাংলায় থাকতে চলেছে। 

কমিশন সূত্রে জানা গিয়েছে, সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। অর্থাৎ তাদের চোখে এই জেলায় সবচেয়ে বেশি স্পর্শকাতর। এরপর পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় থাকতে চলেছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনায় ৩৫ কোম্পানি, নদিয়ায় ৩১ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনা ও মালদায় ৩০ কোম্পানি, হুগলিতে ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আরও একাধিক জেলায় কমবেশি এই সংখ্যক বাহিনীই থাকতে চলেছে। শুধুমাত্র কালিম্পং জেলায় কোনও কেন্দ্রীয় বাহিনী থাকছে না বলে জানান হয়েছে। 

অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী ছাড়াও একাধিক রাজ্যের পুলিশ এবারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তার দায়িত্ব সামলাবে। যে সব রাজ্য থেকে পুলিশ বাহিনী আসতে চলেছে সেগুলি হল পাঞ্জাব, গুজরাট, বিহার, কর্ণাটক, অসম, ত্রিপুরা, কেরল, গোয়া, মিজোরাম, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যাণ্ড সহ আরও কিছু রাজ্য। আগামী শনিবার এক দফা পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *