মুখ্যমন্ত্রীর জল প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের, ২ কোটি পরিবারে পৌঁছবে পরিস্রুত জল

আগের আর্থিক বছরে অর্থাৎ ২০১৯-২০ সালে এই প্রকল্পের জন্য ধার্য করা ৯৯৩.৮৮ কোটি টাকার মধ্যে খরচ হয়েছে মোট ৪২৮.৩৭ কোটি টাকা। চলতি অর্থ বছরে এই প্রকল্পে রাজ্য এবং কেন্দ্রের ধার্য করা মূল্য মোট ৫৭৭০ কোটি টাকা।

কলকাতা: গত জুলাই মাসে 'জল স্বপ্ন' প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের পরিকল্পনায় ছাড়পত্র দিল কেন্দ্র। এ রাজ্যে জল প্রকল্পে অর্থের অভাব হবে না বলে ভরসা দিয়েছে কেন্দ্র। 

গত জুলাই মাসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের মোট ২ কোটি পরিবারকে নলবাহিত পরিস্রুত জল পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে তিনি ৫৮ হাজার কোটি টাকা খরচের কথাও জানিয়েছিলেন। এ প্রসঙ্গে প্রশাসনের একাংশ জানিয়েছিল, এই প্রকল্প কেন্দ্রের 'জল মিশন' প্রকল্পের অন্তর্গত। 

কেন্দ্র সূত্রে পাওয়া খবরে জানা গেছে, চলতি আর্থিক বছরেই ৫৫ লক্ষ গ্রামীণ পরিবারে নলবাহিত পরিস্রুত জলের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। সেখানে কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী, ২০২৪ সালের মধ্যে ১০০ শতাংশ গ্রামীণ পরিবারেই জল পৌঁছনোর লক্ষ্যমাত্রা রয়েছে। দেখা গেছে, রাজ্যে মোট ১ কোটি ৬৩ লক্ষ গ্রামীণ পরিবার আছে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ২.১৯ লক্ষ পরিবারেই জল পৌঁছনো গিয়েছে। 

 

আগের আর্থিক বছরে অর্থাৎ ২০১৯-২০ সালে এই প্রকল্পের জন্য ধার্য করা ৯৯৩.৮৮ কোটি টাকার মধ্যে খরচ হয়েছে মোট ৪২৮.৩৭ কোটি টাকা। চলতি অর্থ বছরে এই প্রকল্পে রাজ্য এবং কেন্দ্রের ধার্য করা মূল্য মোট ৫৭৭০ কোটি টাকা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, এই প্রকল্পের কাজ লকডাউনের জন্য কিছুটা পিছিয়ে গেলেও আবার জোর কদমে শুরু হয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 5 =