রাজ্যে ঠিকঠাক লকডাউন মানতে দিচ্ছে না কেন্দ্র: মমতা

 রাজ্যে সুষ্ঠুভাবে লকডাউন মানতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার৷ মঙ্গলবার নবান্নের বৈঠকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নীতির জেরে লকডাউন ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ৷ 

c8ccb22eb40bb53bf363f020a9647734

কলকাতা:  রাজ্যে সুষ্ঠুভাবে লকডাউন মানতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার৷ মঙ্গলবার নবান্নের বৈঠকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নীতির জেরে লকডাউন ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ৷ 

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটি বিষয় রাজ্য সরকারের নজরে এসেছে৷ দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাংকগুলি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা এবং পেট্রোলিয়াম মন্ত্রক গ্যাস দেওয়ার নাম করে হাজার হাজার লোককে লাইনে দিয়ে দাঁড় করাচ্ছে৷ অর্থাৎ যে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করল, সেই কেন্দ্রীয় সরকারই লকডাউন ভাঙছে৷ এই বিষয়টা আমরা মানতে পারছি না৷ রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি৷ বিষয়টি আমাদের জানালে, আমরা ছোট ছোট গোষ্ঠীতে মানুষকে ভাগ করে সুষ্ঠুভাবে সবকিছু সামতে দিতে পারতাম৷’’ 

তবে লকডাউনের জেরে মানুষের যে সমস্যা হচ্ছে সে কথা স্বীকার করে নিয়েই মুখ্যমন্ত্রী বলেন, আমরা জানি মানুষের অসুবিধা হচ্ছে৷ সে কথা ভেবেই কয়েকটা জায়গায় কিছু কিছু ছাড় দেওয়ার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷  অসংগঠিত শ্রমিকরা অল্প হলেও, যাতে উপার্জন করতে পারেন, সে বিষয়ে বিবেচনা করে দেখা হচ্ছে৷ যেমন বুধবার থেকে কলকাতায় কিছু ফুলবাজার খুলবে বলেও জানান তিনি৷ 

এদিন কেন্দ্রকে চোখে আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যেও প্রথমে রেশন দোকানেও হুড়োহুড়ি শুরু হয়েছিল৷ কিন্তু আমরা সেটা সামলে নিয়েছি৷ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই সকলে রেশন দোকান থেকে খাদ্য সমগ্রী নিচ্ছেন৷ সেই সঙ্গে নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে৷ তারা বলছে, দল থেকে চাল দেওয়া হবে৷ কোনও দল রেশন সামগ্রী দিতে পারবে না৷ যাঁদের রেশন কার্ড আছে, তাঁরা সকলেই সরকারের নথিবদ্ধ রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *