সায়নী থেকে রাজ, জুন… প্রার্থী তালিকায় তৃণমূলী তারকারা

সায়নী থেকে রাজ, জুন… প্রার্থী তালিকায় তৃণমূলী তারকারা

8ccb1c57b237c7570d55051d2b82ccdf

কলকাতা: সমস্ত কৌতুহল মিটিয়ে দিয়ে আজ পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।প্রার্থী তালিকা ঘোষণার অনেক আগে থেকেই জল্পনা ছিল যে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে অনেকেই হতে পারেন টলিগঞ্জ তারকা। অবশেষে হলও তাই। বেশ কিছুদিন আগেই এক ঝাঁক তারকা যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, সায়ন্তিকা, টেলিভিশনের পরিচিত মুখ সৌরভ, লাভলী সহ প্রমুখ। আজ প্রার্থী তালিকায় তারকাদের মধ্যে অনেকের নামই শামিল হল। এক ঝলক দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে কোন তারকা প্রার্থী হয়েছেন…

বাঁকুড়া: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

উত্তরপাড়া: কাঞ্চন মল্লিক

ব্যারাকপুর: রাজ চক্রবর্তী

শিবপুর: মনোজ তেওয়ারি

রাজারহাট: অদিতি মুন্সি

চণ্ডীপুর: সোহম চক্রবর্তী

আসানসোল দক্ষিণ: সায়নী ঘোষ

ঝাড়গ্রাম: বীরবাহা 

দমদম: ব্রাত্য বসু

চন্দননগর: ইন্দ্রনীল সেন

বারাসত: চিরঞ্জিত চক্রবর্তী

কৃষ্ণনগর উত্তর: কৌশানী মুখোপাধ্যায়

সোনারপুর দক্ষিণ: লাভলী মৈত্র

উলুবেরিয়া পূর্ব: বিদেশ বসু

মেদিনীপুর: জুন মালিয়া

আরও পড়ুন: ২ তারিখ সবাই হাসবে, এটা স্মাইলি ইলেকশন! আত্মবিশ্বাসী মমতা

প্রসঙ্গত, শুক্রবার সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচন কমিটিকে নিয়ে ২৯৪টি আসনের মধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করা হল আজ৷ পাহাড়ের তিনটি আসনে লড়বে তাঁদের শরিক গোর্খা জনমুক্তি মোর্চা৷ ওই তিনটি আসনে প্রার্থী দেবে না তৃণমূল৷ মমতা বলেন, এবার ভোটে অনেককেই টিকিট দেওয়া সম্ভব হয়নি৷ কোভিড পরিস্থিতির জন্য ৮০ ঊর্ধ্ব ব্যক্তিদের টিকিট দেওয়া যায়নি৷ তবে তাঁরা যে ভাবে এতজিন দলকে সমর্থন করেছে, তাঁদেরও কথাও ভাববে দল৷ সেই কারণেই বিধান পরিষদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে দল৷ তিনি বলেন, যাঁরা এবার ভোটে টিকিট পাচ্ছেন না, তাঁদের বিধান পরিষদে নিয়ে আসা হবে৷ মমতা বলেন, এবার যেমন অসুস্থতার কারণে ভোটে দাঁড়াতে পারছেন না অমিত মিত্র৷ তাঁকে পরবর্তী সময়ে বিধান পরিষদে নিয়ে আসা হবে৷ এই তালিকায় আরও অনেক নাম আছে৷ রয়েছেন সিঙ্গুরের মাস্টারমাশাই, ব্রজ মজুমদার, অসিত মাঝি, অমল আচার্য, পূর্ণেন্দু বসু প্রমুখরা৷  নীতিগত ভাবে তাঁদের বিধান পরিষদে নিয়ে আসার চেষ্টা করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *