কলকাতা: প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। একাধিক কেন্দ্রে প্রার্থী হয়েছেন টলিউডের তারকারা। যাদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ সহ প্রমুখ। ভিন্ন ভিন্ন কেন্দ্রের প্রার্থী হলেও প্রত্যেক তারকার লক্ষ্য একটাই, সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়া এবং আসন্ন বিধানসভা নির্বাচনে প্রত্যেক কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো। প্রার্থী হওয়ার পর উচ্ছ্বসিত প্রত্যেকে, এখন শুধু ভোটে লড়ার জন্য অপেক্ষা করছেন।
পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, তিনি যেখানে প্রার্থী হয়েছেন সেই এলাকাকে খুব ভালো করে চেনেন এবং জানেন সাধারণ মানুষের কোথায় সমস্যা রয়েছে। তাই এই এলাকা থেকে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান। তিনি আরো বলেন, কোনো তারকা নয়, একেবারে সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করাই লক্ষ্য তাঁর। এদিকে, আরো একজন তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের উপযুক্ত মর্যাদা দিতে চান তিনি। অন্যদিকে জুন মালিয়া জানাচ্ছেন, তিনি যেখানকার মেয়ে সেখানে প্রার্থী করা হয়েছে তাই মানুষ খুশি হবেন। “চলো কিছু করে দেখাই”, মন্তব্য করে নিজের ভোট প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রার্থী সায়নী ঘোষ। এদিকে অভিনেতা সোহম চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষের ঘরের ছেলে হয়ে কাজ করতে চান তিনি। তাৎপর্যপূর্ণ ব্যাপার, বাকি সকলে প্রথমবার প্রার্থী হলেও সোহমের এর আগে ভোটে লড়ার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: ২ তারিখ সবাই হাসবে, এটা স্মাইলি ইলেকশন! আত্মবিশ্বাসী মমতা
এক ঝলক দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে কোন তারকা প্রার্থী হয়েছেন, বাঁকুড়া: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: কাঞ্চন মল্লিক, ব্যারাকপুর: রাজ চক্রবর্তী, শিবপুর: মনোজ তেওয়ারি, রাজারহাট: অদিতি মুন্সি, চণ্ডীপুর: সোহম চক্রবর্তী, আসানসোল দক্ষিণ: সায়নী ঘোষ, ঝাড়গ্রাম: বীরবাহা, দমদম: ব্রাত্য বসু, চন্দননগর: ইন্দ্রনীল সেন, বারাসত: চিরঞ্জিত চক্রবর্তী, কৃষ্ণনগর উত্তর: কৌশানী মুখোপাধ্যায়, সোনারপুর দক্ষিণ: লাভলী মৈত্র, উলুবেরিয়া পূর্ব: বিদেশ বসু, মেদিনীপুর: জুন মালিয়া