বুথে ঢেকে দেওয়া হল সিসিটিভি ক্যামেরার মুখ, অভিযোগ অস্বীকার জেলাশাসকের

বুথে ঢেকে দেওয়া হল সিসিটিভি ক্যামেরার মুখ, অভিযোগ অস্বীকার জেলাশাসকের

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুরভোটে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে৷ কিন্তু সেই সিসিটিভি’র মুখ ঢেকে দেওয়ার অভিযোগ উঠল একাধিক বুথে৷ যদিও সিসিটিভি নিয়ে এই অভিযোগ মানতে নারাজ প্রশাসন৷ জেলাশাসকের দাবি, প্রিসাইডিং অফিসাররা সিসিটিভি পরীক্ষা করেছেন৷ সিসিটিভি নিয়ে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে৷ 

আরও পড়ুন-  হাসপাতালের ছাদে BJP-র রান্না করা বিরিয়ানি দখল নিল তৃণমূল, উত্তেজনা মানিকতলায়

এ প্রসঙ্গে কমিশের বক্তব্য, সিসিটিভি নিয়ে কোনও অভিযোগ নেই৷ সিসিটিভি ঢেকে দেওয়ার অভিযোগ উঠতেই তা খতিয়ে দেখতে যান সিনিয়র প্রিসাইডিং অফিসার৷ কিন্তু কোনও গদল ধরা পড়েনি৷ এমনকী সিসিটিভি কাজ করছে না সেই অভিযোগও মানতে নারাজ তারা৷ তাঁদের বক্তব্য, সমস্ত বুথে বুথে সিনিয়র অফিসাররা ঘুরছেন এবং সমস্ত সিসিটিভি কাজ করছে৷   

শান্তিতে ভোট করতে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ কিন্তু সেই সিসিটিভি ক্যামেরার মুখ ঢেকে দেওয়া হল কাগজ দিয়ে৷  এদিকে সকাল থেকেই উত্তপ্ত তিলোত্তমা৷ কোথাও বিরোধী প্রার্থীর এজেন্টকে মারধরের ঘঅভিযোগ, তো কোথাও আবার ধরা পড়ল ভুয়ো ভোটার৷ যার জেরে ভোট শুরুর প্রথম থেকেই অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠল মগানগর৷ কোথাও  আবার পুলিশের উপস্থিতিতেই হিংসার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ৷ ফলে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন ও ভোটের নিরাপত্তা নিয়ে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =