বার্ষিক পরীক্ষা ছাড়াই অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই উত্তীর্ণ, স্থগিত দশম-দ্বাদশ পরীক্ষা

বার্ষিক পরীক্ষা ছাড়াই অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই উত্তীর্ণ, স্থগিত দশম-দ্বাদশ পরীক্ষা

নয়াদিল্লি:  করোনা সংকট ব্যাপক প্রভাব পড়ছে দেশের শিক্ষাক্ষেত্রে। এর আগে কয়েকটি রাজ্য থেকে সরকারি স্কুলের পড়ুয়াদের বার্ষিক পরীক্ষা ছাড়াই ক্লাসে উত্তীর্ণ করা হয়েছে। এবার একই পথে হাঁটছে কেন্দ্র। সিবিএসই বোর্ডের অধীনস্থ সমস্ত স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের নতুন ক্লাসে উত্তীর্ণ করে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রক।

একইসঙ্গে নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরও এ পর্যন্ত হওয়া স্কুলভিত্তিক অ্যাসেসমেন্ট, প্রোজেক্ট, ক্লাসের পরীক্ষা, টার্মভিত্তিক পরীক্ষার ফলের ভিত্তিতে পাশ করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার কেন্দ্রীয় শিক্ষা সচিব অমিত খারের নেতৃত্বে স্কুলশিক্ষা দফতরের শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বিস্তারিত বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।

এদিন টুইট করে এই নির্দেশিকার কথা জানিয়েছেন রমেশ পোখরিয়াল। কোভিড-১৯ এর জেরে উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে সিবিএসই-কে আমি পরামর্শ দিয়েছি, প্রথম থেকে অষ্টম শ্রেণীর সমস্ত পড়ুয়াকে নতুন ক্লাসে তুলে দেওয়া হোক।’

সেই সঙ্গে নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদেরও চলতি শিক্ষাবর্ষের মূল্যায়ন, প্রোজেক্ট, ক্লাস টেস্ট ও হাফ ইয়ার্লি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরের ক্লাসে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
দৃষ্টান্তমূলকভাবে ওই নির্দেশিকায় আরো উল্লেখ করা হয়েছে যে,, চলতি বছরে যে সমস্ত পড়ুয়া পাশ করতে পারেনি তাদের জন্য স্কুলের তরফ থেকে অনলাইন ও অফলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হবে।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নের তরফে আরও জানানো হয়েছে যে, দশম ও দ্বাদশ শ্রেণির জন্য সিবিএসই-র তরফে ২৯টি বিষয়ের উপরে বোর্ড পরীক্ষার আয়োজন করতে গেলে আগে কেন্দ্রীয় মন্ত্রককে তা চিঠি মারফৎ জানাতে হবে। অন্যান্য বিষয়ে বোর্ড পরীক্ষার আয়োজন করা যাবে না বলেও জানিয়েছে মন্ত্রক।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক প্রস্তাব অনুসারে দশম শ্রেণির পরীক্ষার বিষয়গুলি হল:

১) শুধুমাত্র উত্তর-পূর্ব দিল্লির স্কুলগুলির জন্য: হিন্দি কোর্স এ, হিন্দি কোর্স বি, ইংলিশ কমিউনিকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, সায়েন্স ও সেশ্যাল সায়েন্স।

দ্বাদশ শ্রেণীর পরীক্ষার বিষয়গুলি হল:

সারা ভারতের স্কুলগুলির জন্য: বিজনেস স্টাডিজ, ভূগোল, হিন্দি (ইলেক্টিভ), হিন্দি (কোর), হোম সায়েন্স, সোশিওলজি, কম্পিউটার সায়েন্স (পুরনো পাঠ্যক্রম), কম্পিউটার সায়েন্স (নতুন পাঠ্যক্রম), ইনফর্মেশন প্র্যাক্টিস (নতুন পাঠ্যক্রম), ইনফর্মেশন টেকনোলজি ও বায়ো টেকনোলজি। শুধুমাত্র উত্তর-পূর্ব দিল্লির স্কুলগুলির জন্য: ইংলিশ কোর, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইংলিশ ইলেক্টিভ-এন, ইংলিশ ইলেক্টিভ-সি, ফিজিক্স, অ্যাকাউন্টেন্সি ও কেমিস্ট্রি।

এদিকে, দেশের বাইরে অবস্থিত সিবিএসসি অধীনস্থ স্কুলগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এরফলে পড়ুয়ারা রাতে কোনো সমস্যায় না পড়ে তার জন্য বিশেষ ভাবে সমাধানের চেষ্টা চালাচ্ছে  সিবিএসই ও কেন্দ্রীয় সরকার। অন্যদিকে পয়লা এপ্রিল থেকেই নতুন শিক্ষাবর্ষের পড়াশোনা শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বোর্ড পোষিত বেসরকারি বহু স্কুলেই অনলাইনে ক্লাস করানো শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই সিবিএসসি অধীনস্থ স্কুলগুলিতেও অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + seventeen =