কলকাতা: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর লাগাতার অশান্তির ঘটনা। এই ইস্যুতে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, এত রক্তারক্তি, মারামারি, এত অশান্তি দেখার পর মনে হয় সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে নির্বাচন বন্ধ করে দিতে হবে। তাঁর প্রশ্ন, এটা কি পঞ্চায়েত নির্বাচন হচ্ছে? এরপরেই তিনি এই ইস্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে জানিয়েছেন, আগামী ৭ জুলাই সিবিআইকে রিপোর্ট পেশ করতে হবে।
ভাঙড়ে এমন অনেক জন আছেন (১৯ জন) যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন কিন্তু তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। অথচ কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর দেখা যাচ্ছে, তাদের নাম নেই। সেই মামলার শুনানি চলাকালীন এই বড় নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর এও মন্তব্য, ১৯৯৭ সাল এবং ২০০৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কী হয়েছিল তা ফিরে দেখার দরকার নেই। এখন কী হচ্ছে আদালত তা নিয়ে চিন্তিত। বিরোধীদের দাখিল করা এই মামলার শুনানিতেই বিচারপতি আরও বলেন, এত অশান্তি, রক্তপাত, হলে উচিত নির্বাচন বন্ধ করে দেওয়া। নির্বাচন ঘিরে এত অভিযোগ রাজ্যের পক্ষে লজ্জার বিষয়। আদালতের নির্দেশ মতো আইনশৃঙ্খলার বিষয়টি সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা উচিত রাজ্যের। তা না পারলে বন্ধ করে দেওয়া উচিত নির্বাচন।
এর পাশাপাশি কমিশনের উদ্দেশে বিচারপতি পরামর্শ দিয়ে বলেন, অশান্তির কারণে সময় মতো প্রার্থীরা মনোনয়ন জমা দিতে না পারলে অতিরিক্ত সময় দেওয়া উচিত। যদিও রাজ্যের পাল্টা দাবি, একটি এলাকার আটটি ব্লকে কিছু ঘটনা ঘটেছে। অন্য জায়গা শান্তিপূর্ণ।