Aajbikel

৯/১১-তেই ফাঁস হবে টেট নিয়ে বিরাট তথ্য! বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলেছে CBI

 | 
অভিজিৎ

কলকাতা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন বিরাট দাবি করেছে সিবিআই। বলা হয়েছে, ২০১৪ সালের টেট দুর্নীতি আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মত বড়। সিবিআইয়ের এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, দুর্নীতি যদি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মত বড় হয়, তাহলে তা তো ভেঙে দেওয়াই উচিত। সিবিআই স্পষ্ট করেছে, আগামী ১১ তারিখেই এই বড় তথ্য তারা সামনে আনবে। 

২২ বছর আগে, ২০০১ সালে ১১ সেপ্টেম্বর সন্ত্রাসবাদী আক্রমণে গুঁড়িয়ে গিয়েছিল পৃথিবীর তৎকালীন সবথেকে উঁচু বিল্ডিং, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আর সিবিআই বাংলার নিয়োগ কেলেঙ্কারিকে তার সঙ্গে তুলনা করে উক্ত দিনেই বড় তথ্য ফাঁস করার কথা বলল। সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠে গিয়েছে, সিবিআইয়ের কাছে এমন কী তথ্য থাকতে পারে? জল্পনা, এমন কিছু ফাঁস করবে সিবিআই যেটার পর হয়তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান এই নিয়োগ কাণ্ডের মূল ভিত ধসে পড়বে। তবে সেই তথ্য কী, তা নিয়েও কৌতূহল কম নয়। নিয়োগ দুর্নীতি নিয়ে ঠিক কোন নথি পেশ করতে চাইছে বা কার নাম ওইদিন উঠে আসবে, তা নিয়ে এখন থেকেই বিশাল কৌতূহল জন্মে গিয়েছে। 

আজকের মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় ২০১৪ সালের টেটের ওএমআর শিটের তথ্য জানতে চান। এ ব্যাপারে মুখ বন্ধ খামে যাবতীয় তথ্য আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ৩টের মধ্যে পেশ করতে বলেন তিনি। তার প্রেক্ষিতেই সিবিআই আর বিচারপতির কথোপকথনে হঠাৎ উঠে আসে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জোড়া ইমারতের প্রসঙ্গ।  

Around The Web

Trending News

You May like