Aajbikel

নিয়োগ মামলায় এ বার চাকরিপ্রার্থীদের গোপন জবানবন্দি নিতে চায় CBI, আদালতে আর্জি

 | 
সিবিআই

 কলকাতা: টাকার বিনিময়ে যাঁরা সরকারি চাকরি পেতে চেয়েছিলেন, এ বার তাঁদের বয়ান রেকর্ড করার পক্ষে সওয়াল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে সবটাই হবে গোপনে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ইতিমধ্যেই আলিপুর আদালতে এই মর্মে একটি আবেদন জানানো হয়েছে। আদালতের কাছে চারজন চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করানোর অনুমতি চেয়েছে সিবিআই৷

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম চাকরিপ্রার্থীদের গোপন জবানবন্দি রেকর্ড করাতে চাইছে সিবিআই। যে চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করাতে চাইছে সিবিআই, তাদের সঙ্গে অবশ্য আগেও কথা বলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ নিয়োগ দুর্নীতি মামলার শুনানি পর্বে আদালতে দাঁড়িয়ে সিবিআইয়ের সামনে সাক্ষ্য দিয়েছিলেন ওই চার চাকরিপ্রার্থী। তাঁদের কাছে জানাতে চাওয়া হয়েছিল, অবৈধ উপায়ে চাকরি পেতে কী ভাবে টাকা দিয়েছিলেন তাঁরা? কোথা থেকে কী ভাবেই বা এ বিষয়ে জানতে পেরেছিলেন তাঁরা? কারা তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন? 

সূত্রের খবর, সিবিআই আদালতে যে গোপন জবানবন্দির আবেদন জানিয়েছেন, তা মঞ্জুর করা হলে, ওই চাকরিপ্রার্থীদের কাছে ফের এই সংক্রান্ত নানা তথ্য জানাতে হবে৷ এবং সবটাই হবে ম্যাজিস্ট্রের সামনে। এর বাইরেও ভিন্ন প্রশ্নের উত্তর দিতে হতে পারে। গত ৭ অগাস্ট টাকার বিনিময়ে চাকরি পাওয়া চার অযোগ্য শিক্ষককে গ্রেফতার করেছিল সিবিআই। তার পরেই এই মামলায় বাঁকুড়া জেলার ৭ শিক্ষককে তলব করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ বার চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করানোর আর্জি জানাল সিবিআই৷ 

Around The Web

Trending News

You May like