cbi
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম বড় গ্রেফতারি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ১ বছরের বেশি সময় ধরে তিনি জেলবন্দি হয়ে আছেন। এর মাঝে একাধিকবার জামিনের আবেদন করলেও তিনি তা পাননি। এরই মধ্যে আবার তাঁকে জেরা করতে চেয়ে আদালতে দাবি করল সিবিআই। কেন্দ্রীয় সংস্থার বিস্ফোরক দাবি, কমিটি তৈরি করে নষ্ট করা হয়েছে আসল ওএমআর শিট। সেই সংক্রান্ত তথ্য পেতেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরার প্রয়োজন আছে বলে জানিয়েছেন তারা।
বুধবার আলিপুরের জাজেস কোর্টে শুনানি ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত পার্থ চট্টোপাধ্যায়ের মামলার। সেই শুনানি চলাকালীনই তাঁকে জেলে গিয়ে জেরা করার আবেদন জানায় সিবিআই। এমনিতে আগে বহুবার তদন্তে দেরি নিয়ে আদালতের ধমক খেয়েছে সিবিআই। তবে আজকের শুনানিতে তারা স্পষ্ট করেছে, নির্দিষ্ট গতিতেই এই তদন্ত চলছে, তাঁদের অফিসাররা কেউ ঘুমিয়ে নেই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার আইনজীবীর বক্তব্য, প্রতিদিনই নতুন তথ্য উঠে আসছে তাদের হাতে। সেই তথ্য যাচাই করা দরকার, সেই কারণেই আবার জেরার অনুমতি চাওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে তারা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত অসহযোগিতার অভিযোগও আনে। যদিও প্রাক্তন মন্ত্রীর দাবি, তিনি সব সময়েই সহযোগিতা করেন।
সিবিআই মনে করছে, আসল ওএমআর শিট নষ্ট করার জন্যে তৈরি করা হয়েছিল বিশেষ কমিটি। একই সঙ্গে চাকরি প্রার্থীদের বয়স বাড়ানো হয়েছিল। তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় যুক্ত থাকতে পারেন বলে অনুমান করছে তারা। এই কারণেই তাঁকে জেলে গিয়ে জেরা করতে চাইছে সিবিআই।