কলকাতা: রাজীব কুমারের বাড়িতে CBI অভিযান৷ এই ঘটনার প্রতিবাদে রাতভর বিক্ষোভ ধর্না কর্মসূচির ঘোষণা তৃণমূলের৷ মেট্রো চ্যানেলের ধর্না বসতে চলেছে তৃণমূল নেতৃত্ব৷ সোমবার এই নিয়ে কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল৷ এদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতেই টুইট করেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ওব্রায়েন৷ টুইটে লেখেন, ‘‘নির্বাচিত সরকারের বিরুদ্ধে সাংবিধানিক আক্রমণ চালানো হচ্ছে৷’’ পরিকল্পনা করে এই সাংবিধানিক আক্রমণ করছে বলে টুইট করে জানান তৃণমূল কংগ্রেসের মুখপত্র ডেরেক ও’ব্রায়েন৷
সিসিআই আধিকারিকদের আটক করল কলকাতা পুলিশ, খবর সংবাদ মাধ্যম সূত্র৷ সেক্সপিয়র সরণি থানার মধ্যে সিবিআই আধিকারিকদের নিয়ে যাওয়া হয়েছে৷ এদিন সিবিআই আধিকারিক তথাগত বর্মণকে রাস্তা থেকে টেনে হেঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়৷ রাজীব কুমারের বাড়ির সামনে যে আধিকারিকরা ছিলেন, তাঁদের সেক্সপিয়র সরণি থানার তুলে নিয়ে আনা হয়৷ পার্কস্ট্রিস থানা থেকেও সিবিআই আধিকারিকদেরও সেক্সপিয়র সরণি থানায় নিয়ে যাওয়া হয়৷ সিবিআই আধিকারিকদের গ্রেপ্তার করা হয়েছে কি না তা পুলিশের তরফে জানানো হয়নি৷ কেন তাঁদের রাস্তা থেকে টেনে হেঁচড়ে কেন পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হল, তাও পুলিশের তরফে জানানো হয়নি৷এদিনের এই উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে রাজীব কুমারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী৷ এডিজি আইনশৃঙ্খলা রাজীব কুমারের বাড়িতে যান৷ রাজীব কুমারের বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম৷
এদিন সন্ধ্যায় সিবিআইয়ের একটি দল লাউডন স্ট্রিটে রাজীব কুমারের বাড়ির সামনে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে চলে যান দুই পুলিশ কর্তা সহ বিশাল পুলিশবাহিনী৷ দু’পক্ষের মধ্যে আলোচনার পর সিবিআইয়ের কয়েকজন গোয়েন্দা শেক্সপীয়র সরণী থানায় যান৷ বাকিরা অপেক্ষা করছিলেন নগরপালের বাড়ির বাইরে৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা জানালেও তা মানতে নারাজ ছিলেন তাঁরা৷ এরপর ওই সিবিআই আধিকারিকদের আটক করে শেক্সপীয়র সরণী থানায় নিয়ে যায় পুলিশ৷ এর কিছুক্ষণের মধ্যে পুলিশ কমিশনারের বাড়িতে চলে আসেন মুখ্যমন্ত্রী ও এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা৷ পরে সিবিআই আধিকারিক তথাগত বর্ধনকেও আটক করে পুলিশ৷ পাশাপাশি সল্টলেকে সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্স ঘিরে ফেলেছে পুলিশ৷
West Bengal: Police detains the CBI team which had reached the residence of Kolkata Police Commissioner Rajeev Kumar. The team has now been taken to a police station. pic.twitter.com/YXJJ3d11LL
— ANI (@ANI) February 3, 2019
Kolkata: West Bengal Director General of Police arrives at the residence of Kolkata Police Commissioner Rajeev Kumar. Chief Minister Mamata Banerjee is also present there, a meeting is currently underway. pic.twitter.com/oLtLWf3ZnZ
— ANI (@ANI) February 3, 2019
এদিন রাজীব কুমারের বাড়িতে CBI অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশের৷ আজ, সন্ধ্যায় CBI-এর ৪০ জনের একটি দল রাজীব কুমারের বাড়িতে যান৷ এদিন কলকাতা পুলিশের তরফে থানায় যেতে নির্দেশ দেওয়া হয়৷ বাধা পেয়ে থানায় জানা সিবিআইয়ের কর্তারা৷ এদিন প্রথমে সিবিআইয়ের একটি দল পার্কস্ট্রিস থানায় যায়৷ সেখানে একটি চিঠি দিয়ে প্রাপ্তি স্বীকার করতে বলা হয় সিবিআইয়ের তরফে৷ পুলিশের তরফে তা ফিরিয়ে দেওয়া হয়৷ পরে, আরও একটি দল সেক্সপিয়র সরণি থানায় যায়৷এদিন সিবিআইয়ের কর্তাদের সঙ্গে কথা বলেন কলকাতা পুলিশের তিন জন ডেপুটিকমিশনার৷
এদিন, সন্ধ্যায় রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়ির সামনে সিবিআই আধিকারিকদের আটকানো হয়৷ সিবিআই আধিকারিকদের থানায় যেতে বলা হয়৷ রাস্তার উপর পুলিশ ও সিবিআই আধিকারিকদের সঙ্গে বচসা তৈরি হয়৷ প্রায় আধঘণ্টা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়৷
Chit fund case: Visuals from outside the residence of Kolkata Police Commissioner Rajeev Kumar. A CBI team is present at the spot. #WestBengal pic.twitter.com/2nvzbStFa0
— ANI (@ANI) February 3, 2019
সারদাকাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারকে সিবিআই তলব প্রসঙ্গে ১০টি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অস্বীকার করে কলকাতা পুলিশ৷ রবিবার কলকাতা পুলিশের ফেসবুক পেজে বিবৃতি দিয়ে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার থেকে সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশ কমিশনার রাজীব কুমারের ‘খোঁজ’ করছে সিবিআই, এই সংক্রান্ত খবর ভিত্তিহীন৷ তিনি দফতরেই রয়েছেন৷ এই ধরনের খবর প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়৷
এদিন বিবৃতিতে আরও জানানো হয়, কলকাতা পুলিশ কমিশনার শহরেই রয়েছেন৷ নিয়মিত অফিসেও আসছেন৷ মাঝে ৩১ জানুয়ারি একদিনের জন্য ছুটি নিয়েছিলেন৷ তাঁকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর হচ্ছে বলেও জানানো হয়েছে৷ বিবৃতি দিয়ে জানানো হয়, সঠিক তথ্য জোগাড় না করে কলকাতা পুলিশ ও কমিশনারের মানহানি করা হয়ে থাকলে কঠোর আইনি পদক্ষেপ করা হবে৷ এই বিবৃতির পরই আজ, সন্ধ্যায় রাজীব কুমারের বাড়ির সামনে হাজির হন সিবিআইয়ের ৪০ জনের একটি দল৷ যদিও সিবিআইয়ের অভিযান প্রসঙ্গে রবিবার সন্ধ্যা ৬:৩৫ পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কোনও বিবৃতি বা আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়নি৷
The Kolkata Police Commissioner is among the best in the world. His integrity, bravery and honesty are unquestioned. He is working 24×7, and was on leave for only one day recently. When you spread lies, the lies
will always remain lies 2/2— Mamata Banerjee (@MamataOfficial) February 3, 2019
The highest levels of the BJP leadership are doing the worst kind of political vendetta. Not only are political parties their targets, they are misusing power
to take control of the police and destroy all institutions. We condemn this 1/2— Mamata Banerjee (@MamataOfficial) February 3, 2019
রবিবার রাজীব কুমারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর প্রকাশিত হওয়ার পরই টুইটারে প্রতিক্রিয়া দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন তিনি৷ পুলিশ কমিশনারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি৷ ক্ষমতার অপব্যবহার করে পুলিসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে৷ এটা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিতে চাইছে৷ কলকাতা পুলিশ কমিশনার বিশ্বের অন্যতম সেরা আধিকারিক৷ তাঁর সাহস, সততা প্রশ্নাতীত৷ তাঁর একদিনের ছুটি নিয়ে মিথ্যা রটানো হচ্ছে৷’’
— Kolkata Police (@KolkataPolice) February 3, 2019