কলকাতা: পুলিশ চলে যেতেই সল্টলেকে সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্সের দখল নিল কেন্দ্রীয় বাহিনী৷ রবিবার সাত ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্সে যান সিআরপিএফ বেশ কয়েকজন জওয়ান৷ সিজিও কমপ্লেক্সের পাশাপাশি সিবিআইয়ের আবাস নিজাম প্যালেসেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, কলকাতার CBI vs Police দ্বন্দ্বের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সংবাদ সংস্থা এএনআইকে সিবিআই প্রধান এম নাগেশ্বর রাও জানান, ‘‘আমরা কলকাতার ঘটনা সম্পর্কে আমাদের সিনিয়র আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছি৷ তাঁরা যা বলবেন, সেটাই অনুসরণ করা হবে৷’’
এদিন সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স নিজাম প্যালেসেও ঘিরে ফেল পুলিশ৷ বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ফেলেছে ঘিরে ফেলে৷ সিজিও কমপ্লেক্সের প্রতিটি গেটে মোতায়েন করে রাখা হয়৷ কাউকে সিজিও কমপ্লেক্স থেকে বেরতে দেওয়া হচ্ছিল না বলেও অভিযোগ ওঠে৷ কিন্তু, কী কারণে এই পুলিশি মোতায়েন তা এখনও জানা যায়নি৷ পুলিশি মোতায়েনের ঘটনায় কার্যত অবরুদ্ধ হয়ে যায় সিজিও কমপ্লেক্স৷ একই সঙ্গে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের বাড়ি ও অফিসে পৌঁছে যায় পুলিশ৷ নিজাম প্যালেসেও যায় বিশাল পুলিশ৷ পরে, পুলিশ ঘটনাস্থল ছাড়তেই এলাকার দখল নেয় কেন্দ্রীয় বাহিনী৷
Interim CBI chief M Nageshwar Rao to ANI: We are investigating these chit fund cases as per the directions of the SC. An SIT has been constituted by the WB govt prior to SC’s direction under the chairmanship of Rajeev Kumar, who is currently the Kolkata police commissioner. pic.twitter.com/wjuWMaInB0
— ANI (@ANI) February 3, 2019
West Bengal: Central Reserve Police Force (CRPF) units arrive at CBI regional office at CGO Complex, Kolkata. pic.twitter.com/ii8sCFY4O0
— ANI (@ANI) February 3, 2019
West Bengal: Police force of Bidhannagar police leaves from outside the CBI regional office at CGO Complex, Kolkata. pic.twitter.com/iFYitfmh12
— ANI (@ANI) February 3, 2019
Interim CBI chief M Nageshwar Rao to ANI: We are contacting our senior law officers about the Kolkata incident. Whatever they suggest will be followed. pic.twitter.com/KRdD74oHje
— ANI (@ANI) February 3, 2019
এদিন কোনও বৈধ নথি ছাড়াই রাজীব কুমারের বাড়িতে যায়৷ আর তার জেরেই সিবিআই আধিকারিকদের আটক করে কলকাতা পুলিশ৷ পরে তাঁদের মুক্তি দেওয়া হয়৷ সেক্সপিয়র সরণি থানার মধ্যে সিবিআই আধিকারিকদের নিয়ে যাওয়া হয়৷ সিবিআই আধিকারিক তথাগত বর্ধনকে রাস্তা থেকে টেনে হেঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়৷ রাজীব কুমারের বাড়ির সামনে যে আধিকারিকরা ছিলেন, তাঁদের সেক্সপিয়র সরণি থানার তুলে নিয়ে আনা হয়৷ পার্কস্ট্রিট থানা থেকেও সিবিআই আধিকারিকদেরও সেক্সপিয়র সরণি থানায় নিয়ে যাওয়া হয়৷ সিবিআই আধিকারিকদের গ্রেপ্তার করা হয়েছে কি না তা পুলিশের তরফে জানানো হয়নি৷ কেন তাঁদের রাস্তা থেকে টেনে হেঁচড়ে কেন পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হল, তাও পুলিশের তরফে জানানো হয়নি৷ এদিনের এই উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে রাজীব কুমারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী৷ এডিজি আইনশৃঙ্খলা রাজীব কুমারের বাড়িতে যান৷ পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম৷ সেখান থেকেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা৷ সংবিধান বাঁচাতে ধর্নায় বসার কথা ঘোষণা করেন তিনি৷