Aajbikel

অভিষেক ও কুন্তলকে এবার মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে, ইঙ্গিত সিবিআই সূত্রে

 | 
কুন্তল অভিষেক

কলকাতা: দিন পাঁচেক আগে নিজাম প্যালেসে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই৷ এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হতে পারে৷ তেমনই ইঙ্গিত দিল কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, অভিষেককে নিয়ে কুন্তলের চিঠি এবং কুন্তলকে চেনেন না বলে পাল্টা অভিষেকের দাবির  সত্যাসত্য জানতেই এবার তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এদিকে, কলকাতা হাই কোর্টের নির্দেশে বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষকে জেরা করে এসেছে সিবিআই।


সূত্রের খবর, কুন্তলের এ দিনের বয়ান খতিয়ে দেখার পর প্রয়োজনে আদালতে আবেদন করে তাঁকে আবারও হেফাজতে চাইতে পারে সিবিআই৷ তখনই অভিষেকের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হতে পারে। কারণ, তাঁকে জিজ্ঞাসাবাদ করার উপরে হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কোনও নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ জারি করেনি৷ 


দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই তাঁকে চাপ দিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের নাম বলিয়ে নিতে চাইছে বলে কুন্তল যে-অভিযোগ করেছেন, তার তদন্তে নেমে গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ন’ঘণ্টা ধরে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তকারীরা সেই সময়ই জানান, প্রয়োজনে তাঁকে আবারও তলব করা হতে পারে৷ এদিকে, শনিবার জিজ্ঞাসাবাদের পরে অভিষেক সাফ জানান, তিনি কুন্তলকে চেনেন না। সিবিআই সূত্রে খবর, ওই দিন কুন্তল ও তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুঁটিয়ে প্রশ্ন করা হয় অভিষেককে।
 

Around The Web

Trending News

You May like