কলকাতা: কয়লাকাণ্ডে এবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার বাড়িতে পৌঁছে গেল সিবিআই। পঞ্চসায়রে সোমবার বেলা বারোটা বাজতে পাঁচ মিনিটে কয়লা পাচারকাণ্ডের তদন্তকারী অফিসার উমেশ কুমার-সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৮ জন আধিকারিক পৌঁছে গিয়েছে মেনকা গম্ভীরের আবাসনে। যার মধ্যে দু’জন মহিলা অফিসার উপস্থিত হন।
অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোন মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর বাড়িতে পৌঁছায় সিবিআইয়ের একটি দল। গতকাল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের স্ত্রীকে নোটিস পাঠাবার জন্য সরাসরি তাঁর বাসভবনে গিয়ে হাজির হয়েছিল সিবিআই। কিন্তু সেখানে রুজিরা বন্দ্যোপাধ্যায় না থাকায় ফিরে আসতে হয় গোয়েন্দা আধিকারিকদের।
সোমবার সকালে অভিষেক-পত্নী রুজিরা সিবিআইয়ের কাছে প্রতিনিধি মারফত চিঠি পাঠান। সেই চিঠি গ্রহণ করতে গিয়েই এক ঘণ্টা দেরি হয়ে যায় সিবিআই আধিকারিকদের। প্রাথমিকভাবে অভিষেক শ্যালিকার আবাসনে ঢুকতে বাধা দেওয়া হয় সিবিআইয়ের দলকে। প্রায় কুড়ি মিনিট গাড়ি নিয়ে আবাসনের বাইরে দাঁড়িয়ে থাকেন তারা। শেষপর্যন্ত গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সিবিআই আধিকারিকরা ঢুকে যান মেনকা গম্ভীরের আবাসনে। কিন্তু আবাসনের ভেতরে কোনও সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। সূত্রে খবর, দুজন মহিলা সিবিআই অফিসারের উপস্থিতিতে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে অভিষেকের শ্যালিকার।