‘আমি নিজেই আদালতের কাছে CBI তদন্ত চাইব’, বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গে অনুব্রত

‘আমি নিজেই আদালতের কাছে CBI তদন্ত চাইব’, বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গে অনুব্রত

কলকাতা: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে আজ ফের তোলা হবে সিবিআই-এর বিশেষ আদালতে৷ বুধবার সকালেই তাঁকে নিয়ে আসানসোলের পথে রওনা দেন সিবিআই আধিকারিকরা৷ এদিকে, মঙ্গলবার অনুব্রতর জামিন চেয়ে হুমকি চিঠি যায় সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে৷ তাঁকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়৷ এ প্রসঙ্গে এদিন বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এই ঘটনায় আমিই আমিই সিবিআই তদন্ত চাইব৷’’

আরও পড়ুন- কনভয় দুর্ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করবে বিজেপি: সূত্র

প্রসঙ্গত, বুধবারই শেষ হচ্ছে অনুব্রতের ১৪ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ৷ সকালেই তাঁকে নিজাম প্যালেস থেকে বার করে আসানসোলের উদ্দেশে রওনা হয় সিবিআই। গাড়িতে ওঠার ঠিক আগেই এ কথা বলেন তিনি। গরুপাচার-কাণ্ডে গ্রেফতার অনুব্রতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যথযথই চলছে৷ শীঘ্র জামিনের আবেদনও জমা পড়তে চলেছে আদালতে। তবে তার আগেই তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার জামিন চেয়ে আরও একটি ‘আবেদন’ পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের কাছে। সিবিআই সূত্রের দাবি, একটি চিঠিতে বলা হয়, ‘গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে গোটা পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে।’ যা নিয়ে শোরগোল বাধে৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, ‘‘আমি জজসাহেবকে বলব। যারা জজসাহেব সম্পর্কে এ কথা বলেছে তাদের বিরুদ্ধে যেন সিবিআই তদন্ত দেন।’’

অনুব্রত মণ্ডলের মামলা চলছে বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে৷ সেই সূত্রেই মঙ্গলবার তাঁকে হুমকি চিঠি পাঠানো হয়৷ চিঠিটির প্রেরকের নাম বাপ্পা চট্টোপাধ্যায়।  যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ এই চিঠি সম্পর্কে পশ্চিম বর্ধমানের জেলা জজের মাধ্যমে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবগত করেছেন। তাতে লেখা হয়েছে, “আমার কাছে একটি চিঠি এসে পৌঁছেছে। তাতে বলা হয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে আমার গোটা পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।”