দেবের পর অনুব্রত মণ্ডল, গরুপাচার কাণ্ডের তদন্তে CBI তলব

দেবের পর অনুব্রত মণ্ডল, গরুপাচার কাণ্ডের তদন্তে CBI তলব

 

কলকাতা: অভিনেতা সাংসদ দেবের পর তৃণমূলের  বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব৷ গরু পাচার কাণ্ডে তলব করা হয়েছে এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে৷ আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।  

আরও পড়ুন- লাল ঝাণ্ডা ছাড়াই রেল লাইনে কাজ! ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা আপ বর্ধমান লোকালের

গত মাসে দু’বার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যদিও সেবার ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে৷ কিন্তু অসুস্থতার ওজরে হাজিরা এড়ান তিনি৷ এরপরেই গ্রেফতারি থেকে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি৷ তাঁর সেই আবেদন মঞ্জুরও করে কলকাতা হাই কোর্ট। জানিয়ে দেওয়া হয়, হাই কোর্টের নির্দেশ ছাড়া অনুব্রতকে গ্রেফতার করা যাবে না৷ তবে তদন্তকারীদের সবরকম সহযোগিতা করতে হবে অনুব্রতকে। 

ভোট পরবর্তী মামলায় স্বস্তি মিললেও এবার গরু পাচার মামলায় অনুব্রতকে তলব করল সিবিআই৷ আগামী ১৪ ফেব্রুয়ারি, সোমবার নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলর বীরভূম জেলা সভাপতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

এদিকে গতকালই গরু পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ দেবকে নোটিশ পাঠিয়েছে সিবিআই৷ আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷ সূত্রের খবর, ওই দিন গরু পাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখেই দেবকে জিজ্ঞাসাবাদ করবেন৷  মাস ছয় আগে প্রথম গরু পাচারকাণ্ডের তদন্তে অভিনেতা-সাংসদ দেবের নাম উঠে আসে৷ সাক্ষীদের সেই বয়ানকে সামনে রেখেই এতদিন ধরে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছিলেন অফিসাররা৷ এছাড়াও গরু পাচারকাণ্ডের অন্যতম পাণ্ডা এনামূল হকের ডায়েরি থেকেও বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − five =