কলকাতা: গরুপাচারকাণ্ডে ফের এক আইপিএস অফিসারকে নোটিস পাঠাল সিবিআই৷ আইপিএস অফিসার অংশুমান সাহাকে নোটিস পাঠানো হয়েছে৷ ৮ মার্চ নিজাম প্যালেসে তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ এদিকে বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি করা হল ওপেন ওয়ারেন্ট৷ অন্যদিকে পলাতক বিনয়ের ভাই বিকাশ মিশ্র৷
আরও পড়ুন- ভবানীপুরে মমতা বনাম বাবুল মেগা দ্বৈরথ? সূত্রের খবরে জল্পনা তুঙ্গে
বৃহস্পতিবারই আইপিএস অফিসার অংশুমান সাহাকে নোটিস পাঠানো হয় বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে৷ এই নিয়ে দ্বিতীয়বার অংশুমান সাহাকে নোটিস পাঠাল সিবিআই৷ ৮ মার্চ নিজাম প্যালেসে সিবিআই-এ দুর্নীতি দমন শাখায় হাজিরা জিতে বলা হয়েছে তাঁকে৷ এর আগেও অংশুমান সাহাকে নোটিস পাঠানো হয়েছিল৷ সেই সময় এই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পিটিশন দায়ের করেছিলেন তিনি৷ সিবিআই-এর বক্তব্য, এই মামলায় আদালত কোনও স্টে অর্ডার দেয়নি৷ এমনকী দ্বিতীয়বার নোটিশ পাঠানো যাবে না, এমন কোনও নির্দেশও নেই হাইকোর্ট৷ তাই ফের অংশুমান সাহাকে নোটেশ পাঠানো হল৷ সিবিআই আধিকারিকদের দাবি, গরু পাচার কাণ্ডের তদন্তে একটি জায়গায় গিয়ে থমকে গিয়েছে৷ অংশুমান সাহার পাশাপাশি ডেকে পাঠানো হয়েছিল আইপিএস অফিসার কল্লোল ঘড়াইকেও৷ কিন্তু তিনিও হাজিরা দেননি৷
প্রসঙ্গত, অংশুমান সাহা ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার৷ এখন তিনি আসানসোল কমিশনারেটে কর্মরত৷ এই মুর্শিদাবাদই হয়ে উঠেছিল গরু পাচারের বধ্যভূমি৷ গরু পাচার কাণ্ডে এনামুল হকের গ্রেফতারির পর থেকেই বিভিন্ন তথ্য উঠে আসছিল৷ গরু পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে বারবার উঠে এসেছে অংশুমান সাহার নাম৷ সে কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সিবিআই৷
আরও পড়ুন- আজ তৃণমূলের প্রার্থী ঘোষণা! কারা পাচ্ছেন টিকিট? কারা থাকছেন ব্রাত্য?
এদিকে গরু পাচার কাণ্ডের অন্যতম পাণ্ডা বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার তোড়তোড় শুরু করল সিবিআই৷ যার জন্য বিনয় মিশ্রের বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ প্রসঙ্গত, রেড কর্নার নোটিশ জারি করার আগে এই ওপেন ওয়ারেন্ট জারি করতে হয়৷ এর পরই ইন্টারপোলের অনুমতিতে বিভিন্ন দেশে ওয়ারেন্টের কপি পাঠানো হবে৷ শুধু গরু পাচার নয়, কয়লা পাচারের সঙ্গেও জড়িয়ে রয়েছে বিনয় মিশ্রের নাম৷ ফলে তাঁকে জেরা করলে অনেকটাই খুলে যাবে এই দুই মামলার জট৷
এদিকে নিখোঁজ বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র৷ গত এক মাস তাঁর কোনও খোঁজ নেই বলেই সিবিআই সূত্রে খবর৷ কোনও ভাবেই বিকাশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না৷
তাঁর ফোনও বন্ধ রয়েছে৷ এর আগে দু’বার জেরা করা হয়েছিল বিকাশকে৷ সেই সময় বিনয় মিশ্র প্রসঙ্গে অনেক তথ্যই দিয়েছিলেন তিনি৷ কিন্তু তৃতীয়বার জেরার জন্য তাঁর যোগাযোগ করার চেষ্টা করলেও হদিশ মেলেনি৷